
গুয়াহাটি, ২৩ জুলাই (হি.স.) : গুয়াহাটি মহানগরকে ঝকঝকে পরিচ্ছন্ন করে রাখতে ইতিপূর্বে বেশ কয়েকটি পদক্ষেপ গ্রহণ করেছিলেন গুয়াহাটি পুর নিগম কর্তৃপক্ষ। কিন্তু অবচেতন নাগরিকুল সে সব পদক্ষেপে বিশেষ সাড়া দেননি। এত সবেও কোনও সুফল না পেয়ে এবার এক ব্যতিক্ৰমী পদক্ষেপ গ্ৰহণ করেছে গুয়াহাটি পুর নিগম।
গুয়াহাটি পুর নিগমের কমিশনার দেবেশ্বর মালাকার জানান, এখন থেকে নির্দিষ্ট ডাস্টবিন ব্যবহার না করে প্রকাশ্য রাজপথে বর্জ্য যারা ফেলবেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্ৰহণ করতে এক গুরুত্বপূৰ্ণ সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। জানান, মহানগরের যেখানে-সেখানে যত্রতত্র বর্জ্য-আবর্জনা ফেললে সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তি প্ৰদানের কথা ঘোষণা করা হয়েছে।
তিনি জানান, এছাড়া রাজপথ বা পদপথে আবর্জনা যে বা যাঁরা ফেলছেন, সে ধরনের দৃশ্য সংবলিত কোনও ব্যক্তির ফটো যদি কেউ পুর নিগমকে দিতে পারেন, তা-হলে ফটোদাতাকে জিএমসি-র পক্ষ থেকে ৫০০ টাকা করে পুরস্কার দেওয়া হবে। ডাস্টবিনের পরিবর্তে রাস্তায় বর্জ্য নিক্ষেপকারীর স্পষ্ট মুখমণ্ডল, সম্ভব হলে নাম–ঠিকানা লিখে পুর নিগমের নিৰ্দিষ্ট হোয়াটসঅ্যাপ নম্বর বা ই–মেইল যথাক্রমে ৮৮১১০ ০৭০০০, ৭৩৯৯০ ০৩০০১, ৭৩৯৯০ ০৩০০২, ৭৩৯৯০ ০৩০০৩, ৭৩৯৯০ ০৩০০৪ এবং gmcpgo@gmail.com-এ এই ফটো দাখিল করা যাবে, জানান কমিশনার দেবেশ্বর মালাকার।
অভিযোগ দাখিলের পরই পুর নিগমের স্কোয়াড আবর্জনা নিক্ষেপকারী ব্যক্তির কাছ থেকে এক হাজার টাকার জরিমানা আদায় করবে। তিনি জানান, অভিযোগকারীর পরিচয় সম্পূৰ্ণ গোপন রাখবে পুর নিগম কৰ্তৃপক্ষ।

