BRAKING NEWS

কর্ণেল মহিম ঠাকুরের মাহাত্ম্য নবীণ প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান রাজস্ব মন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুলাই৷৷ কর্ণেল মহিম ঠাকুরের মাহাত্ম্য নবীণ প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে৷ কারণ, আধুনিক ত্রিপুরা গঠনে তাঁর অবদান অনস্বীকার্য৷ সোমবার আগরতলায় কর্ণেল মহিম ঠাকুরের ১৫৫-তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে এ-কথা বলেন ত্রিপুরার রাজস্ব মন্ত্রী নরেন্দ্রচন্দ্র দেববর্মা৷ এই অনুষ্ঠানে বক্তব্য পেশ করতে গিয়ে পুর নিগমের মেয়র ড় প্রফুল্লজিৎ সিনহা কর্ণেল মহিম ঠাকুরের জীবনি ত্রিপুরার পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তির দাবি তুলেন৷ রাজস্ব মন্ত্রী এনসি দেববর্মাও এই দাবির প্রতি সমর্থন জানিয়েছেন৷


আজ আগরতলা প্রেস ক্লাবে কর্ণেল মহিম ঠাকুর স্মৃতি সংস্থা এবং পুর নিগমের যৌথ সহযোগিতায় কর্ণেল মহিম ঠাকুরের ১৫৫-তম জন্মজয়ন্তী পালিত হয়েছে৷ অনুষ্ঠানে বক্তব্য পেশ করতে গিয়ে পুর নিগমের মেয়র ড় প্রফুল্লজিৎ সিনহা বলেন, বহিঃবিশ্বের সাথে ত্রিপুরাকে যুক্ত করার ক্ষেত্রে কর্ণেল মহিম ঠাকুরের বিরাট অবদান রয়েছে৷ তিনি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর-সহ আরও অনেক স্বনামমধন্য ব্যক্তিত্বের সাথে যোগাযোগ রক্ষা করার দায়িত্ব পালন করেছেন৷ কিন্তু, নবীণ প্রজন্ম তাঁর সম্পর্কে কিছুই জানে না, আক্ষেপের সুরে বলেন পুর নিগমের মেয়র ৷ তাই তিনি পাঠপুস্তকে কর্ণেল মহিম ঠাকুরের জীবনি অন্তর্ভুক্তির দাবি তুলেন ৷


বক্তব্য পেশ করতে গিয়ে রাজস্বমন্ত্রী নরেন্দ্র চন্দ্র দেববর্মাও ওই দাবির সমর্থন করেন ৷ তাঁর কথায়, কর্ণেল মহিম ঠাকুরের বহুমুখী প্রতিভা ছিল ৷ তাঁর সময়কাল ত্রিপুরার ইতিহাসে এক গৌরবময় অধ্যায় ৷ রাজস্বমন্ত্রীর মতে, নবীণ প্রজন্ম কর্ণেল মহিম ঠাকুর সম্পর্কে কিছুই জানে না৷ তাই নবীণ প্রজন্মের কাছে তাঁকে পৌছে দেওয়াই তাঁর প্রতি শ্রদ্ধা জানানোর প্রকৃষ্ট মাধ্যম ৷ তিনি বলেন, কর্ণেল মহিম ঠাকুরের জীবনি পাঠ্যপুস্তকে লিপিবদ্ধ করার বিষয়ে সহমত পোষণ করছি ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *