নিজস্ব প্রতিনিধি, বিলোনীয়া, ২০ জুলাই৷৷ নানান সমস্যায় জর্জরিত মুহুরিপুর দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আজ ক্ষোভে গেইটে তালা ঝুলিয়ে দেন৷ অবশ্য, পরবর্তী সময়ে স্থানীয় নেতাদের হস্তক্ষেপে বিদ্যালয়ের গেইট খুলতে বাধ্য হন ছাত্রছাত্রীরা৷
দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিরবাজার মহকুমার মুহুরিপুর দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে নানান সমস্যা রয়েছে বলে অভিযোগ ছাত্রছাত্রীদের৷ ওই বিদ্যালয়ে ছাত্রছাত্রীর সংখ্যা ২৭৭ জন৷ অথচ, পর্যাপ্ত বেঞ্চ নেই বিদ্যালয়ে৷ এখানেই অভিযোগ শেষ হয়নি৷ ছাত্রছাত্রীদের দাবি, বিদ্যালয়টি শিক্ষক স্বল্পতায় ধুঁকছে৷ অথচ ছাত্রছাত্রীদের পঠন-পাঠনে গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় শিক্ষক দেওয়া হচ্ছে না এই বিদ্যালয়ে৷ শুধু তা-ই নয়, বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করার জন্যও ছাত্রছাত্রীরা বিদ্যালয় কর্তৃপক্ষকে বহুবার অনুরোধ জানালেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ৷
এ-সমস্ত কারণে আজ বিক্ষুব্ধ ছাত্রছাত্রীরা সকাল ১১টা নাগাদ বিদ্যালয়ের গেইটে তালা ঝুলিয়ে দেন৷ ওই সময় বিদ্যালয়ের সমস্ত শিক্ষক-শিক্ষিকা ভেতরেই ছিলেন৷ এই ঘটনায় তাদের নানাভাবে বোঝানোর চেষ্টা করেন বিদ্যালয় কর্তৃপক্ষ৷ কিন্তু, তারা তাদের সিদ্ধান্ত থেকে নড়বেন না বলে সাফ জানিয়ে দেন৷ বিদ্যালয়ের সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত গেইটের তালা খোলা হবে না বলেও তা হুঁশিয়ারি দেন৷
প্রায় ১ ঘণ্টা ৪০ মিনিট পর স্থানীয় নেতারা খবর পেয়ে বিদ্যালয়ে ছুটে যান এবং ছাত্রছাত্রীদের ধমক দিয়ে গেইটের তালা খুলে দেন৷ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উত্তম সূত্রধর আজ ছাত্রছাত্রীদের সমস্ত অভিযোগের সত্যতা স্বীকার করেছেন৷ তাঁর কথায়, বিদ্যালয়ের সমস্যা সম্পর্কে বহুবার ঊর্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে৷ কিন্তু, কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না৷ ফলে, আজ এই অপ্রীতিকর ঘটনা বিদ্যালয়ে ঘটে গিয়েছে৷