উদয়পুরে স্বামীকে নৃশংসভাবে হত্যার অভিযোগে গ্রেপ্তার দ্বিতীয় পক্ষের স্ত্রী

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ১৬ জুলাই ৷৷ বাড়ি ফেরার পথে নৃশংস ভাবে খুন হলেন এক ব্যবসায়ী৷ সোমবার গভীর রাতে খুন এই ব্যবসায়ী৷ মঙ্গলবার এই খুনের ঘটনার সাথে জড়িত সন্দেহে আটক করা হয়েছে মৃতের দ্বিতীয় পক্ষের স্ত্রীকে৷ অভিযুক্তকে আদালতে তোলা হলে চৌদ্দদিনের জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে বিচারক৷


জানা গিয়েছে, দোকান সেরে বাড়ি ফেরার পথে খুন হলেন৷ মৃত ব্যবসায়ীর নাম সুশান্ত ঘোষ , পিতা মৃত মৃণাল ঘোষ৷ সুশান্তের বাড়ি উদয়পুর ধবজনগর স্থিত কলেজ টিলা এলাকায়৷ রাধাকিশোরপুর থানার তদন্তকারী অফিসারের নাম এস আই খোকন সাহা৷ তিনি জানান সোমবার রাতে ধবজনগর বাজার থেকে বাড়ি ফেরার পথে তাহার নিজ বাড়ির একটু আগেই সুশান্তকে অজ্ঞাত পরিচয় ব্যক্তি এলোপাথাড়ি কুপিয়ে খুন করে ৷ খুন করার পর সুশান্তকে রাস্তায় ফেলে যায়৷ সুশান্তের আত্মচিতারে আশেপাশের লোকজন ছোটে আসেন৷


দুষৃকতীরা পালিয়ে যেতে সক্ষম হয়৷৷ রাস্তায় পড়ে থাকা অবস্থায় সুশান্তকে দেখতে পেয়ে স্থানীয় লোকজন থানায় এবং ফায়ার সার্ভিসে খবর দেন৷ ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তাকে গোমতী জেলা হাসপাতালে নিয়ে যায়৷ কর্তব্যরত চিকিৎসকরা সুশান্তকে মৃত বলে ঘোষনা করেন৷ তাহার মাথায় কয়েকটি আঘাতের চিহ্ণ পাওয়া গেছে৷


এই ঘটনায় মৃত সুশান্তের ছেলে ও মেয়ে বলেন ,অবশেষে বাবার আশংখ্যাই সত্যি হলো৷তাদের মতে বাবা অনেক দিন ধরেই বলে আসছিলেন তার বাবার অনেক শত্রু আছে৷ যে কোন সময় শত্রূরা তাকে মেরে ফেলতে পারে৷ তাদের সৎ মায়ের প্রতি সন্দেহ ছিলো৷ তারা জানায় তাদের বাবার দুটি সংসার৷ দ্বিতীয়া স্ত্রী স্মৃতি সরকারের সাথে দীর্ঘ দিন ধরেই তার বাবার বিবাদ চলছিল৷ তাই এই ঘটনার সাথে দ্বিতীয়া মা জড়িত থাকার সন্দেহ করছে ছেলে ও মেয়ে ৷


এমনকি জেলা হাসপাতালে পুলিশের সামনে সৎ মায়ের দিকে আঙ্গুল তুলে এ কথাগুলো বলেন তারা৷ ঘটনায় আরো কয়েকজনের নাম থাকতে পারে বলে জানিয়েছেন মৃতার প্রথম সংসারের ছেলে ও মেয়েরা৷ মৃত সুশান্তের প্রথম স্ত্রীর ঘরে এক মেয়ে ও এক ছেলে ছিল৷ দ্বিতীয় সংসারের তিন বছরের একটি মেয়ে৷ দ্বাদশ শ্রেণীতে পাঠরত প্রথম সংসারে মেয়েটি তার বাবার মৃত্যুর অভিযোগ দায়ের করেন সৎ মায়ের বিরুদ্ধে রাধাকিশোরপুর থানায় ৷ এই ঘটনার পুলিশ ৩০২ ধারায় একটি খুনের মামলা রুজু করেছেন৷ মামলার নম্বর ১০৬/১৯ ৷ মামলা হাতে নিয়েই স্মৃতি সরকারকে গ্রেপ্তার করে তাকে পুলিশ রিমান্ড চেয়ে কোর্টে পাঠায় মঙ্গলবার৷ আদালত তাকে চৌদ্দ দিনের জেল হেফাজতে পাঠায়৷ পুলিশকে জেলে গিয়ে জিজ্ঞাসাবাদের কথা জানায় আদালত৷ খুব শীঘ্রই ঘটনায় জড়িত থাকা অপরাধীদের জালে তুলতে সক্ষম হবে বলে জানিয়েছেন পুলিশ ৷ সুশান্তের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *