BRAKING NEWS

সহায়ক মূল্যে ধান, দপ্তরের হয়রানির প্রতিবাদে কৃষকদের পথ অবরোধ বিশালগড়ে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ জুলাই৷৷ সরকারী ন্যায্যমূল্যের বিশালগড় খাদ্য দপ্তর ধান জমা দিতে গিয়ে হয়রানির শিকার হতে হচ্ছে বিভিন্ন জায়গা থেকে আগত কৃষকদের৷ এমনই অভিযোগ করেছেন কৃষকরা৷ মঙ্গলবারই ধান জমা দেওয়ার শেষদিন৷ দপ্তর থেকে এই ঘোষণা দেওয়ার পর তারা প্রতিবাদ জানিয়ে পথ অবরোধ করে ধান জমা দিতে আসা কৃষকরা৷ তাদের অভিযোগ সররকারকে কালিমালিপ্ত করার জন্যই দপ্তরের কিছু আধিকারিক কৃষকদের হয়রানি করছে৷


জানা গেছে, সোমবার রাত থেকেই দূরদুরান্ত থেকে গাড়ি বোঝাই করে বিশালগড় মহকুমা খাদ্য দপ্তরে ধান জমা দিতে আসে কৃষকরা৷ কিন্তু মঙ্গলবার দুপুর পেরিয়ে গেলেও মাত্র ১০ থেকে ১২ জন কৃষকের কাছ থেকে ধান সংগ্রহ করেছেন দপ্তরের আধিকারিকরা৷ বাকি আরোও প্রায় আড়াইশ থেকে তিনশ কৃষক ধান নিয়ে গাড়ি বোঝাই করে লাইনে দাঁড়িয়ে অপেক্ষমান রয়েছে বলে জানা গেছে৷ কৃষকরা অভিযোগ করে বলেন, এ বিষয়ে দায়িত্বরত আধিকারিকদের জিজ্ঞাসা করা হলে তারা কিছু জানেনা বলে জানান এবং উর্ধতন মহলের সঙ্গে কথা বলার জন্য কৃষকদেরকে বলেন৷ কৃষকদের অভিযোগ তারা এখানে বিশেষ বিশেষ দায়িত্বে থেকেও কিভাবে কিছুই জানেন না বলেন৷


কৃষকরা আরো জানান এখন বর্ষাকাল চলছে যদি এখন আমরা ধান জমা দিতে না পারি তাহলে বৃষ্টি চলে আসলে কৃষকদেরকেই ক্ষতির সম্মুখীন হতে হবে৷ এই অবস্থায় দপ্তর থেকে জানানো হয় মঙ্গলবারই ধান জমা দেওয়া শেষ দিন ধান জমা দিতে আসা সমস্ত কৃষকরা এর প্রতিবাদ জানিয়ে পথ অবরোধ করেন৷ এবং ওই পথ অবরোধের ফলে দুর্ভোগে পড়ে বিভিন্ন মন্তব্যের উদ্দেশ্যে যাওয়া যাত্রীরাই৷ কৃষকরা আরো অভিযোগ করেন৷ বর্তমান সরকারকে কালিমালিপ্ত করার জন্যই কতিপয় আধিকারিকরা কৃষকদেরকে হয়রানি করছে৷ তারা রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানান, সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের সঙ্গে কথা বলে কৃষকদের সাহায্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *