নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জুলাই ৷৷ বেপরোয়া গতির গাড়ি ফুটফুটে একটি ছেলের প্রাণ কেড়ে নিয়েছে৷ বলেরো ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছেন আরও ১১ জন৷ আহতদের মধ্যে একজনের অবস্থা খুবই আশঙ্কাজনক বলে পুলিশ জানিয়েছে৷ অন্য দুটি ঘটনায় বেপরোয়া গতির কারণেই আরও দুই যুবকের মৃত্যু এবং একজন আহত হয়েছেন৷
আজ সকাল সাড়ে ৯টা নাগাদ ধর্মনগর থেকে যাত্রী নিয়ে টিআর ০২ ৩৭৫৯ নম্বরের বলেরো গাড়িটি কমলপুরের দিকে যাচ্ছিল৷ ধলাই জেলার লংতরাইভ্যালি মহকুমার নালকাটা দেবীপুর এলাকায় প্রচণ্ড গতিতে থাকা ডব্লিউবি ২৯বি ০২৫৬ নম্বরের ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় বলেরো গাড়িটির৷ তাতে, বলেরোর চালক-সহ সকল যাত্রী আহত হন৷ ওই গাড়িতে চেপে বাবার সাথে মামার বাড়ি যাচ্ছিল জীতেন্দ্র দেবনাথ (৮)৷ বাবা যোগেশ দেবনাথ ও ছেলে দুজনই গুরুতর আহত হন৷ কিন্তু, ধলাই জেলা হাসপাতালে নিয়ে যাওয়ার পথে জীতেন্দ্র মারা যায়৷ হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন৷
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার খবর পেয়ে দমকল কর্মীদের নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছেন তাঁরা৷ আহতদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ কিন্তু, বলেরো গাড়ির সকল যাত্রীর আঘাত গুরুতর হওয়ায় তাঁদের ধলাই জেলা হাসপাতাল কুলাইতে স্থানান্তর করেন চিকিৎসকরা৷ প্রত্যক্ষদর্শীদের কথায়, ১২ চাকার ট্রাকটি বেপরোয়া গতিতে ছিল৷ ফলে, নিয়ন্ত্রণ রাখতে পারেননি চালক৷ তাঁদের মতে, পাহাড়ি রাস্তায় যাতায়াতের ক্ষেত্রে নিয়ন্ত্রণহীন গতি মোকাবিলায় প্রয়োজনীয় নজরদারির খুবই প্রয়োজন৷
পুলিশ জানিয়েছে, ওই দুর্ঘটনায় কার্তিক সিং, বিজিৎ চক্রবর্তী, নিত্যানন্দ নমশূদ্র, যোগেশ দেবনাথ, হরিদাস ত্রিপুরা, অরুণ দে, সুশান্ত চাকমা, অনুরানি চাকমা, মঙ্গলজিৎ দেববর্মা, অভিজিৎ পাল, ট্রাক চালক অজয় ধর এবং বলেরো চালক বিপুল দে আহত হয়েছেন৷ পুলিশের দাবি, বিপুল দে-সহ তিনজনকে কুলাই হাসপাতাল থেকে জিবি হাসপাতালে স্থানান্তর করেছেন চিকিৎসকরা৷ তাঁদের মধ্যে বিপুল দে-র অবস্থা খুবই আশঙ্কাজনক বলে দাবি চিকিৎসকদের৷ তাঁকে বাঁচানো সম্ভব হবে না বলে মনে করছেন তাঁরা৷
এদিকে, আজ পশ্চিম ত্রিপুরার জিরানিয়ায় বাইক ও মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক যুবকের মৃত্যু হয়েছে৷ এদিন খোয়াই জেলার কল্যাণপুরের উত্তর ঘিলাতলি পালপাড়ার বাসিন্দা পাপন সরকার (২০) টিআর ০৬ এ ০৭২৭ বাইকে চেপে বাড়ি ফিরছিলেন৷ বিপরীত দিক থেকে আসা এএস ০১ সিসি ২২৭৬ নম্বরের মিনি ট্রাকের সাথে জিরানিয়ায় মুখোমুখি সংঘর্ষ হয়৷ তাতে বাইক চালকের মৃত্যু হয়েছে৷ অন্য আরেকটি ঘটনায় গতকাল রাতে খার্চি মেলা থেকে বাড়ি ফেরার পথে দুই বন্ধু সঞ্জয় দেববর্মা ও ডেভিড দেববর্মা দুর্ঘটনায় গুরুতর আহত হন৷ তাঁদের আশঙ্কাজনক অবস্থায় জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সঞ্জয় দেববর্মার মৃত্যু হয়েছে৷ পুলিশ জানিয়েছে, উভয় ঘটনা বেপরোয়া গতির কারণে ঘটেছে৷