নয়াদিল্লি, ১৬ জুলাই (হি.স.): অধিবেশন চলাকালীন সংসদে উপস্থিত থাকা প্রত্যেক সাংসদের ক্ষেত্রেই বাধ্যতামূলক| মঙ্গলবার সকালে সংসদের গ্রন্থাগার বিল্ডিংয়ে আয়োজিত বিজেপির সংসদীয় বৈঠকে এমনই বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| এছাড়াও বিজেপি সাংসদদের প্রতি প্রধানমন্ত্রীর বার্তা, জলসঙ্কট সমাধানের চেষ্টা করুন, রাজনীতির উর্ধ্বে উঠে ভাবনাচিন্তা করুন|
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়াও এদিন সকালে গ্রন্থাগার বিল্ডিংয়ে আয়োজিত বিজেপির সংসদীয় বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশি, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ, কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ, বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর, কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর, বিজেপির কার্যকরী সভাপতি জে পি নাড্ডা, বিদেশমন্ত্রকের প্রতিমন্ত্রী ভি মুরলীধরণ প্রমুখ| এদিন সংসদীয় পার্টির বৈঠকে বিজেপি সাংসদদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেছেন, রাজনীতির উর্ধ্বে উঠে জনস্বার্থে কাজ করুন| এছাড়াও জলসঙ্কট সমস্যার সমাধানের জন্য বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠকে বসুন| সম্প্রতি তীব্র জলসঙ্কট দেখা দিয়েছে দক্ষিণ ভারতের বিভিন্ন প্রান্তে| আর তাই জলসঙ্কট নিয়ে এদিন উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী|