BRAKING NEWS

আগরতলায় আটক দুই রোহিঙ্গা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ জুলাই৷৷ স্থানীয় মানুষের সহায়তায় দুই রোহিঙ্গা যুবককে আটক করতে সক্ষম হয়েছে আগরতলার বটতলা ফাঁড়ি থানার পুলিশ৷ সোমবার রাজধানীর পার্শবর্তী বাংলাদেশ সীমান্ত লাগোয়া জয়পুর এলাকার বাসিন্দারা দুই যুবককে দেখতে পান৷ এই দুই যুবকের কথাবার্তায় অসংলগ্ণতা ধরা পড়ে৷


তাঁরা জানান, অপরিচিত লোক দেখে তাঁদের সন্দেহ হয়৷ তাই তারা কোথা থেকে এসেছে তা জানতে চাইলে দুই যুবক প্রথমে বলে যে তারা হায়দরাবাদ থেকে এসেছে৷ কিন্তু তাদের কথাবার্তার ধরণ শুনে এলাকাবাসীর সন্দেহ হয়৷ তখন তারা তাদেরকে বলেন সঠিক কথা বলতে৷ পরে দুই যুবক জানায় তারা বাংলাদেশের কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে এসেছে, তাদের সঙ্গে আরও কয়েকজন ছিল, তারা তাদের ফেলে চলে গিয়েছে৷ তাদের বাড়ি মায়ানমারের রাখাই প্রদেশে৷ সেখানে দাঙ্গার কারণে তারা বাংলাদেশে এসেছিল বলেও জানায়৷


ধৃতরা নাকি বলেছে, তারা দালালের মাধ্যমে টাকা দিয়ে সীমান্ত পেরিয়েছে৷ এদের কথাবর্তা শুনে এলাকাবাসী পুলিশে খবর দেন৷ পুলিশ জয়পুর থেকে তাদের ধরে বটতলা ফাঁড়ি থানায় নিয়ে আসে৷ প্রাথমিকভাবে পুলিশ জানিয়েছে, তাদের একজনের নাম মহম্মদ সালাম এবং অন্যজন জাহাঙ্গির আলম৷ পুলিশের তরফে জানানো হয়েছে, তারা কীভাবে ও কী উদ্দেশ্যে বাংলাদেশ থেকে পালিয়ে এসেছে, কাদের হাত ধরে তারা আগরতলায় এসেছে তা তদন্ত করে দেখা হচ্ছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *