নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ জুলাই ৷৷ ত্রিপুরায় পৃথক রাজ্যের দাবি পাত্তা দেয়নি দিল্লি৷ কারণ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আইপিএফটি নেতৃত্বের সঙ্গে এই ইস্যু নিয়ে কোনও আলোচনাকে এগোতে দেননি৷ মডালিটি কমিটির রিপোর্ট এবং ষষ্ঠ তফশিলি সংশোধন-সহ একাধিক ইস্যুতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-এর সঙ্গে আলোচনা করেছেন আইপিএফটি-র শীর্ষ নেতৃত্ব৷ বিশেষ করে তাঁরা পৃথক রাজ্য ইস্যুতে চাপ বাড়াতে চেয়েছিলেন৷ কিন্তু, পৃথক রাজ্য ছাড়া অন্য বিষয়গুলি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে ইতিবাচক সাড়া মিলেছে বলে জানিয়েছেন আইপিএফটি-র সহকারী সাধারণ সম্পাদক মঙ্গল দেববর্মা৷
সোমবার তিনি দিল্লি থেকে টেলিফোনে জানিয়েছেন, মডালিটি কমিটির রিপোর্ট প্রকাশ-সহ একাধিক ইস্যুতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এক স্মারকপত্র দেওয়া হয়েছে৷ তাতে, বিশেষভাবে গুরুত্ব পেয়েছে অতি শীঘ্র মডালিটি কমিটির রিপোর্ট প্রকাশ, ষষ্ঠ তফশিলি সংশোধনী বিল, ককবরক ভাষাকে অষ্টম তফশিলে অন্তর্ভুক্ত-সহ রোমান হরফেই ককবরক ভাষা, টেরিটরিয়াল কাউন্সিলকে অধিক ক্ষমতা প্রদান ইত্যাদি একাধিক বিষয়৷ শুধু তা-ই নয়, পৃথক রাজ্য ইস্যুতেও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আলোচনা হয়েছে৷
মঙ্গলের কথায়, পৃথক রাজ্য ইস্যু ছাড়া বাকি সমস্ত বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা ইতিবাচক ছিল৷ কারণ, তিনি ওই দাবিগুলি পূরণে আশ্বাস দিয়েছেন৷ তাছাড়া, কোথায় জট লেগে রয়েছে, তা খোঁজে সমাধান করবেন বলে মন্ত্রী তাঁদের আশ্বাস দিয়েছেন, জানান দেববর্মা৷
প্রসঙ্গত, আইপিএফটি সভাপতি এনসি দেববর্মা, সাধারণ সম্পাদক মেবারকুমার জমাতিয়া-সহ নয়জনের এক প্রতিনিধি দল দিল্লি সফরে গিয়েছেন৷ আগামীকাল তাঁরা প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে চাইছেন৷ মঙ্গল দেববর্মা বলেন, প্রধানমন্ত্রীর সাথে সূচি চূড়ান্ত হয়নি৷ বুধবার তাঁরা রাজ্যে ফিরবেন বলে জানান তিনি৷