BRAKING NEWS

৫ বছরে জম্মু ও কাশ্মীরে খতম ৯৬৩ জঙ্গি, লোকসভায় জানালেন জি কিষাণ রেড্ডি

নয়াদিল্লি, ১৬ জুলাই (হি.স.) : বিগত পাঁচ বছরে নিরাপত্তা বাহিনীর গুলিতে ৯৬৩ জঙ্গি নিকেশ হয়েছে। মঙ্গলবার লোকসভায় দাঁড়িয়ে এমনই জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী জি কিষাণ রেড্ডি। 

এদিন লোকসভা কংগ্রেস সাংসদ শশী থারুর স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে জানতে চান যে সকল নিরাপত্তা বাহিনীর জওয়ান শহিদ হয়েছে তাদের পরিবারের সদস্যদের কত পরিমাণ আর্থিক সাহায্য দেওয়া হয়েছে। এর উত্তরে জি কিষাণ রেড্ডি বলেন, ২০১৪ থেকে ২০১৯ সালের জুন পর্যন্ত জম্মু ও কাশ্মীর রাজ্যে নিরাপত্তা বাহিনী সম্মিলীত প্রচেষ্টায় ৯৬৩ জন জঙ্গিদের খতম করা হয়েছে। জঙ্গি দমন অভিযান চলার সময় ৪১৩ জন নিরাপত্তা বাহিনীর জওয়ান শহিদ হয়েছে। সন্ত্রাসবাদী কার্যকলাপ যে কোনও ভাবেই রেয়াত করবে না কেন্দ্রীয় সরকার তা উল্লেখ করে জি কিষাণ রেড্ডি বলেন, জঙ্গি দমনে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে কেন্দ্রীয় সরকার। জঙ্গি দমনে কঠোর মনোভাব নিয়েছে নিরাপত্তা বাহিনী। পাশাপাশি শহিদ জওয়ানদের আর্থিক সাহায্য করার প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন, ওয়েলফেয়ার অফিসার নিয়োগ করা হয়েছে। তারা শহিদ জওয়ানদের পরিবারবর্গদের আর্থিক সাহায্যের বিষয়টি দেখছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *