BRAKING NEWS

লোকসভায় পাশ এনআইএ সংশোধনী বিল ২০১৯

নয়াদিল্লি, ১৫ জুলাই (হি.স.): সংসদের নিম্নকক্ষ লোকসভায় পাশ হল ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ) সংশোধনী বিল, ২০১৯। ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ) সংশোধনী বিল, ২০১৯ নিয়ে সোমবার লোকসভায় ভোটাভুটি হয়। এরপরই লোকসভায় পাশ হয়ে যায় ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি সংশোধনী বিল, ২০১৯। এনআইএ-র ক্ষমতা বিস্তৃত করতে এই বিলের প্রস্তাব করা হয়, যা এনডিএ সরকারের সন্ত্রাসবাদের বিরুদ্ধে শূন্য সহনশীলতা বা জিরো টলারেন্সের নীতির অংশ হিসাবে দেখা যেতে পারে। 

২০০৯ সালে বাণিজ্য নগরী মুম্বইয়ে সন্ত্রাসবাদী হামলায় ১৬৬ জনের মৃত্যুর পর এনআইএ গঠিত হয়েছিল। স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিমন্ত্রী কিশান রেড্ডি বলেন, “আমরা শূন্য সহনশীলতার সঙ্গে সন্ত্রাসবাদ মোকাবিলা করতে চাই এবং জাতীয় স্বার্থে এই বিল পাশ করা হয়েছে।” অন্যদিকে, এদিন লোকসভায় এই বিল নিয়ে আলোচনা চলাকালীন উত্তর প্রদেশের বিজেপি সাংসদ সত্যপাল সিংয়ের বক্তব্যের বিরোধিতা করেন এআইএমআইএম সাংসদ আসাদউদ্দীন ওয়াইসি। তাঁকে উদ্দেশ্য করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পাল্টা বলেন, “শোনার অভ্যেসও করুন ওয়াইসি সাহেব, এভাবে চলতে পারে না।” এরপরই, ভোটাভুটির পর লোকসভায় পাশ হয়ে যায় ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (সংশোধনী) বিল, ২০১৯। বিলটি একটি জাতীয় স্তরের সংস্থার জন্য একটি নির্দিষ্ট সময়ের (পরিকল্পিত অপরাধ) মধ্যে অপরাধের তদন্ত এবং বিচারের ক্ষমতা বিস্তৃত করে। এছাড়াও, নির্দিষ্ট অপরাধের বিচারের জন্য বিশেষ আদালত গঠনের অনুমতিও দেয় এই সংশোধনী বিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *