ধৈর্য ধরে বক্তব্য শোনার অভ্যাস করুন, ওয়েইসিকে কটাক্ষ শাহের

নয়াদিল্লি, ১৫ জুলাই (হি.স.) : ধৈর্য ধরে অন্য সাংসদদের বক্তব্যগুলি মন দিয়ে শুনন। সোমবার লোকসভায় এনআইএ সংশোধনী বিল নিয়ে আলোচনার সময় এআইএমআইএম নেতা আসাদউদ্দিন ওয়েইসিকে সতর্ক করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 

এদিন বিজেপি সাংসদ সত্যপাল মালিক বলেন, মালেগাঁও কাণ্ড নিয়ে বহুবার আলোচনা হয়েছে। আমাদের উচিত হায়দরাবাদ নিয়েও আলোচনা করা। নির্দিষ্ট একটি রাজনৈতিক দলকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য এমন কাণ্ড করা হয়। হায়দরাবাদে মক্কা মসজিদ বিস্ফোরণ কাণ্ডের তদন্তে নেমে যখন পুলিশ কমিশনার সংখ্যালঘু সম্প্রদায়ের কয়েক জন আটক করেছিল। তখন কমিশনারকে কটাক্ষ করেছিল মুখ্যমন্ত্রী। সত্যপাল মালিক এমন মন্তব্যের পরেই চিৎকার করতে শুরু করে আসাদউদ্দিন ওয়েইসি। এরপরেই মুখ খোলেন স্বয়ং অমিত শাহ। তিনি বলেন, অধিবেশন কক্ষের নিয়ম অনুযায়ী ধৈর্য ধরে শোনার অভ্যাস করা উচিত। এরকম আচরণ কোনও ভাবেই বরদাস্ত করা যাবে না। 

পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আসাদউদ্দিন বলেন, বিরোধী দলের নেতাদের হুমকি দিয়ে চলেছেন অমিত শাহ। তিনি স্বরাষ্ট্রমন্ত্রী, ভগবান নন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *