রায়পুর, ১৪ জুলাই (হি. স.) : ছত্তিসগড়ের দান্তেওয়াড়ায় নিরাপত্তা বাহিনী বনাম মাওবাদীদের সংঘর্ষে দু’জন মাওবাদী নিহত হয়েছে। অভিযানস্থল থেকে দু’জনেরই দেহ উদ্ধার করা হয়েছে। গ্রেফতার আরও এক মাওবাদী। উদ্ধার হয়েছে ২টি আগ্নেয়াস্ত্র। তল্লাশি অভিযান চলছে। পুলিশ সূত্রের খবর, এই নিহত ২ মাওবাদীরা মধ্যে একজন মহিলা।
এ ব্যাপারে বস্তারের পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজি) বিবেকানন্দ সিনহা জানিয়েছেন, এদিন সকালে মাওবাদী অধ্যুষিত দান্তেওয়াড়া জেলায় নকশাল-বিরোধী অভিযান চালায় পুলিশ ও নিরাপত্তা বাহিনী। ওই অভিযান চলাকালীন জেলার গুমিয়াপালের জঙ্গলে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম হয় এক মহিলা সহ দুই মাওবাদী নেতা।
গ্রেফতার করা হয়েছে আরও এক মাওবাদীকে। ঘটনাস্থল থেকে তাদের ব্যবহার করা ২টি আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করেছে পুলিশ। নিহত মাওবাদীদের দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এলাকায় পুলিশি টহল জারি রয়েছে। পরিস্থিতি থমথমে।