লখনউ, ১৪ জুলাই (হি.স.) : সমাজের সকল স্তরের মানুষের অবদানের ফলে দেশ উন্নয়নের পথে এগিয়ে যায়। রবিবার লখনউতে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের অনুষ্ঠানে এমনই জানালেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
এদিন বিশ্বের ৮৫টি দেশে চিকিৎসকদের নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠনের এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, রোগী এবং চিকিৎসকদের মধ্যে মতের বিনিয়ম হওয়াটা একান্ত জরুরি। কিন্তু বাণিজ্যকরণের যুগে, তা একেবারে হয়ে ওঠে না। জনগণ চিকিৎসকদের সম্মান করত। কিন্তু এখন জনগণ মনে করছে নিজেদের বাণিজ্যিক স্বার্থ চরিতার্থ করতে ব্যস্ত চিকিৎসকেরা।
সমাজের দরিদ্র শ্রেণী মানুষের চিকিৎসা করে চিকিৎসকদের মানবিক এবং সহমর্মি দিকটি তুলে ধরেছে। সরকারি প্রকল্পের পূর্ণাঙ্গ সাফল্য না পাওয়ার জন্য যোগী আদিত্যনাথ তিনটি জিনিসকে দায়ী করেছে। প্রথমত প্রস্তুতির অভাব। দ্বিতীয়ত জনসচেতনতা বৃদ্ধিতে চ্যালেঞ্জ। তৃতীয়ত মানুষ নিজের কর্তব্য পালনে ব্যর্থ হয়ে থাকে।