কাঠমান্ডু, ১৪ জুলাই (হি. স.) : বন্যা কবলিত নেপালে লাফিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা। গত কয়েক দিনের একটানা মুষলধারে বৃষ্টি ও ভারী বৃষ্টির প্রভাবে নেপালের বহু এলাকা প্লাবিত হয়েছে। ভারী বৃষ্টির জেরে পাহাড়ি ও তরাই অঞ্চলে চলছে ব্যাপক ভূমিধস। নেপাল পুলিশ সূত্রের খবর, বন্যা দুর্গতদের মধ্যে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০, আহত হয়েছেন ২৫ জন। প্রবল বন্যা ও ভূমিধসে নিখোঁজ ৩৩ জনের খোঁজে উদ্ধারকার্য চলছে।
অবস্থার ক্রমশ অবনতি হচ্ছে বন্যা কবলিত নেপালে। বিপদসীমার উপর দিয়ে বইছে নদীগুলি। শেষ পাওয়া খবর অনুযায়ী মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০। নেপাল পুলিশ সূত্রের খবর অনুযায়ী, ৩৩ জনের কোনও খোঁজ পাওয়া যায়নি এখনও। গত শুক্রবার থেকে প্রবল বর্ষণে প্লাবিত হয়েছে দেশের অধিকাংশ এলাকা।
উদ্ধারকার্যে নেমেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। চলছে ত্রাণকার্যও। ললিতপুর, কাভরে, কোতাং, ভোজপুর ও মাকানপুর জেলার অবস্থা সবচেয়ে বেশি ভয়াবহ বলে খবর। ভূমিধসে ভেঙে গিয়েছে প্রচুর বাড়িঘর। প্রশাসনের তরফ থেকে দুর্যোগে দুর্গতদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।