অবিলম্বে ইস্তফা দিক কুমারস্বামী, দাবি ইয়েদুরাপ্পা

বেঙ্গালুরু, ১৪ জুলাই (হি.স.) : মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামীর ইস্তফার দাবিতে সরব হলেন কর্ণাটকের বর্ষীয়ান বিজেপি নেতা বি এস ইয়েদুরাপ্পা। 


রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বি এস ইয়েদুরাপ্পা বলেন, মুখ্যমন্ত্রী যদি সৎ এবং গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি দায়বদ্ধ হন তবে অবিলম্বে ইস্তফা দেওয়া  উচিত। পাশাপাশি সোমবার আস্থা ভোটের আয়োজন করারও দাবি জানিয়েছেন বর্ষীয়ান এই বিজেপি নেতা। তিনি আরও বলেন, কংগ্রেস-জেডিএস জোটের ১৬ জন বিধায়ক ইস্তফা দিয়েছে এবং দুই নির্দল বিধায়ক জোট সরকার থেকে সমর্থন তুলে নিয়ে বিজেপিকে দিয়েছে। ফলে কুমারস্বামী সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে ফেলেছে। তাই আস্থা ভোট বা ইস্তফা দেওয়া ছাড়া আর কোনও পথ খোলা নেই কুমারস্বামীর। 


শুক্রবার মুখ্যমন্ত্রী কুমারস্বামী দাবি করেছিলে সমস্ত রকমের বিভ্রান্ত দূর করতে আস্থা ভোটে যাবেন তিনি। সূত্রের খবর ওইদিন বিজনেস অ্যাডভাইজারি কমিটির বৈঠকে বুধবার আস্থাভোটে যাওয়ার কথা বলেছিলেন এই জেডিএস নেতা। অন্যদিকে বিক্ষুব্ধ কংগ্রেস বিধায়ক এম টি বি নাগরাজ শনিবার বেঙ্গালুরুতে এসে প্রদেশের কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা বললেও রবিবারই ফের মুম্বই চলে যান তিনি। 


উল্লেখ্য ২২৪ আসন বিশিষ্ট কর্ণাটক বিধানসভায় কংগ্রেস-জেডিএস জোটের সরকারের রয়েছে ১১৬ জন বিধায়ক। বিক্ষুব্ধ বিধায়কদের ইস্তফা পত্র যদি গৃহীত করা হয়, তবে তা নেমে দাঁড়াবে ১০০-তে। দুই নির্দল বিধায়কদের সমর্থন পাওয়ায় বিজেপির বিধায়ক সংখ্যা বেড়ে দাঁড়াবে ১০৭। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *