কলকাতা, ১৩ জুলাই (হি.স.): “মানুষের কাছে ফিরে যান, মানুষই বলে দেবে কেন তারা আপনাদের ভোট দেননি”| সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে সর্বকালীন খারাপ ফলের পর দলের নেতা কর্মীদের উদ্দেশ্যে এই বার্তাই দিলেন সিপিআইম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। শনিবার সন্ধ্যায় দলের প্রয়াত নেতা প্রমোদ দাশগুপ্তের ১০৯ তম জন্মদিন উপলক্ষ্যে তাঁরই নামাঙ্কিত ভবনে ‘সমসাময়িক ভারতে সাম্প্রদায়িকতা বিরোধী সংগ্রাম ও আমাদের কর্তব্য’ -র উপর প্রমোদ দাশগুপ্ত স্মারক বক্তৃতায় এই কথা বলেন তিনি|
এদিন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুকে স্মরন করে ইয়েচুরি বলেন, “জ্যোতিবাবু বলতেন, কোন সমস্যা বা দ্বিধা দেখা দিলেই মানুষের কাছে গিয়েই জিজ্ঞাসা করা উচিত। তারাই সমস্যার সমাধান করে দেবেন”| ইয়েচুরি জানান, “চলতি মাসের ২২ থেকে ২৯ তারিখ পর্যন্ত কেরালার মুখ্যমন্ত্রী সহ দলের নেতা, কর্মীরা সে রাজ্যের প্রতিটি মানুষের বাড়ি গিয়ে তাদের ভোট না দেওয়ার কারণ ও মানুষের মনোভাব বোঝার চেষ্টা করবেন। এ রাজ্যের নেতৃবৃন্দেরও সেই নীতিই অনুসরণ করা উচিত। কাজ করলে ভুল হবেই, কিন্তু ভুলের যেন পুনরাবৃত্তি না ঘটে”।
তিনি আরও বলেন, দেশের সাধারণ নির্বাচনের ইতিহাসে এইবারই সবচেয়ে খারাপ ফল হয়েছে তাদের। এর কারণ বিশ্লেষণ করতে গিয়ে দেখা গিয়েছে, দলের শক্তি যতটা বৃদ্ধি পাওয়া উচিত ছিল, ততটা হয়নি। ২০১৫ সালে প্লেনামে যা যা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তার প্রতিটার বাস্তবায়ন হয়নি। আগামী আগস্ট মাসে এর পর্যালোচনা হবে। তিনি বলেন, সাংগঠনিক শক্তি বৃদ্ধির পাশাপাশি, নতুন কৌশল তৈরিও দলের প্রাসঙ্গিকতা ফিরে পাওয়ার জন্য জরুরি। সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে নজিরবিহীন ফলাফলের পর বিজেপি আরো বেশি করে সাম্প্রদায়িক বিভাজন ও উগ্র দেশাত্মবোধ ছড়াতে চাইছে, যা আটকাতে সব শ্রেণীর শোষিত মানুষকে ঐক্যবদ্ধ করে বিজেপির উদ্দেশ্যে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিতে হবে বলে ইয়েচুরি মন্তব্য করেন।