নয়াদিল্লি, ১৩ জুলাই (হি.স.) : কর্ণাটকে সঙ্কটে পড়েছে কংগ্রেস-জেডিএস জোট সরকার। কংগ্রেসের ১৩ এবং জেডিএসের ৩ বিক্ষুব্ধ বিধায়ক পদত্যাগ দেওয়ায় সঙ্কটে পড়েছে জোট সরকার। এমন পরিস্থিতিতে রবিবার বেঙ্গালুরুতে আসবেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী তথা কংগ্রেসের বর্ষীয়ান নেতা কমল নাথ।
বিক্ষুব্ধ বিধায়কদের ঘরে ফেরানো এবং দলকে সঙ্কট থেকে টেনে তোলার জন্য কমল নাথের এই সফর বলে কংগ্রেস সূত্রে খবর।
অন্যদিকে এদিন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্ষীয়ান কংগ্রেস নেতা সিদ্দারামাইয়ার সঙ্গে দেখা করলেন বিক্ষুব্ধ কংগ্রেস নেতা এম টি বি নাগারাজ।
এই বৈঠককে ঘিরে আশার আলো দেখছে শীর্ষ কংগ্রেস নেতৃত্ব। শনিবার সিদ্দারামাইয়ার সঙ্গে দেখা করার আগে দলের বর্ষীয়ান নেতা ডি কে শিবকুমার এবং উপ-মুখ্যমন্ত্রী জি পরমেশ্বরের সঙ্গে সাক্ষাৎও করেন এম টি বি নাগারাজ।
এদিন প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দরামাইয়ার বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন এম টি বি নাগারাজ। উল্লেখ করা যেতে পারে ১০ জুলাই বিধায়ক পদ থেকে স্পিকারের কাছে গিয়ে ইস্তফা দিয়ে আসেন এম টি বি নাগারাজ। কিন্তু আগের অবস্থান থেকে সরে এসে এম টি বি নাগারাজ বলেন, পরিস্থিতি এমন ছিল তাই ইস্তফা দিয়েছিলাম। কিন্তু ডি কে শিবকুমার এবং কংগ্রেসের অন্যান্য শীর্ষ নেতৃত্ব এসে ইস্তফা তুলে নেওয়ার আর্জি জানায়। পরে কে সুধাকর রাও-এর সঙ্গে দেখা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেব। এটা অস্বীকার করার কোনও জায়গা নেই যে দশকের পর দশক ধরে কংগ্রেস করে গিয়েছে।