BRAKING NEWS

ফের আঘাত হানলে পাকিস্তানকে কঠোর জবাব দেওয়া হবে, হুঁশিয়ারি রাওয়াতের

নয়াদিল্লি, ১৩ জুলাই (হি.স.) : সন্ত্রাসবাদ এবং ছায়াযুদ্ধে প্রসঙ্গে পাকিস্তানের নিন্দায় মুখর হলেন সেনাপ্রধান বিপিন রাওয়াত। ফের ভারতের উপর কোনও আঘাত হানলে তার জবাব কঠোরভাবে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। 

শনিবার কার্গিল যুদ্ধের ২০ বছর শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে সেনাপ্রধান বিপিন রাওয়াত বলেন, সন্ত্রাসকে মদত বা অনুপ্রবেশ ঘটিয়ে দিয়ে এবং ছায়াযুদ্ধ চালিয়ে ভারতের উপর আঘাত হেনেছে। কিন্তু ভারতীয় সেনাবাহিনী দৃঢ় ভাবে দাঁড়িয়ে দেশের অখণ্ডতাকে রক্ষা করে চলেছে। পাকিস্তানের যে কোনও হামলার জবাব কঠোর ভাবে দেওয়া হবে। বর্তমান সময়ে ‘নন স্টেট অ্যাক্টর’ সম্পর্কে নিজের উদ্বেগ প্রকাশ করে বিপিন রাওয়াত বলেন, কয়েকটি দেশে নন স্টেট অ্যাক্টর মাথা চাড়া দিয়ে উঠেছে। এই সব দেশ সন্ত্রাসকে মদত দিয়ে অপ্রচলিত রণনীতি ক্রমাগত প্রয়োগ করে চলেছে। সন্ত্রাসদমনে ভারতের অবস্থান তুলে ধরে বিপিন রাওয়াত বলেন, ২০১৭ সালে উরি হামলা এবং বালাকোটে এয়ারস্ট্রাইক দেখিয়ে দিয়েছে যে সন্ত্রাসদমনে ভারতের রাজনৈতিক এবং সামরিক ইচ্ছাশক্তি কোন পর্যায় যেতে পারে। যে কোনও রকমের সন্ত্রাসবাদী হামলার জবাব কঠোর ভাবে দেওয়া হবে। প্রযুক্তি যে যুদ্ধে অবিচ্ছেদ্য অঙ্গ, তার উপর জোর দিয়ে সেনাপ্রধান বিপিন রাওয়াত বলেন, ভবিষ্য যুদ্ধে প্রযুক্তি বিশেষ ভূমিকা পালন করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *