BRAKING NEWS

পৃথক স্থানে বিস্তর পরিমাণে নেশা সামগ্রী বাজেয়াপ্ত, গ্রেপ্তার তিনজন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুলাই ৷৷ রাজ্যের সিপাহিজলা জেলার সোনামুড়া মহকুমার অন্তর্গত শ্রীমন্তপুর বিওপি-র বিএসএফ জওয়ানরা টহল দেওয়ার সময় ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়ার পাশে বেশ কয়েকটি প্যাকেট পড়ে থাকতে দেখেন৷ তখন তাঁরা প্যাকেটগুলি খুলে সেগুলি থেকে নিষিদ্ধ নেশার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন৷ পরে বিওপি-তে এনে গুণে দেখা যায় প্যাকেটগুলিতে মোট ৯,৭০০টি ইয়াবা ট্যাবলেট রয়েছে৷

বিএসএফ-এর সূত্র এই তথ্য দিয়ে জানিয়েছে, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটগুলির আন্তর্জাতিক বাজারমূল্য প্রায় ৪৮ লক্ষ ৫০ হাজার টাকা৷ উদ্ধারকৃত ইয়াবাগুলিকে সোনামুড়া থানায় জমা করেছে বিএসএফ৷
এছাড়া সোনামুড়া মহকুমার অন্তর্গত কলমচৌড়া বিওপি-র জওয়ানরা এদিন ভোররাতে বাংলাদেশে পাচারের সময় ৪৩টি গরু আটক করেছেন৷ তবে পাচারকারীরা বিএসএফ-এর তাড়া খেয়ে গরু ফেলে পালিয়ে যায়৷ উদ্ধারকৃত গরুগুলির আন্তর্জাতিক বাজারমূল্য প্রায় ২ লক্ষ ৯৫ হাজার টাকা বলে বিএসএফ-এর তরফে জানানো হয়েছে৷ গরুগুলিকে কলমচৌড়া থানার হাতে তুলে দেওয়া হয়েছে বলে বিএসএফ-এর ত্রিপুরা ফ্রন্টিয়ার্সের জনসংযোগ আধিকারিক জানিয়েছেন৷

এমনিতে সোনামুড়া মহকুমার বিভিন্ন সীমান্ত দিয়ে ননান সামগ্রী পাচার হয় সবচেয়ে বেশি৷ সামনেই কুরবানির ঈদ৷ তাই এই সীমান্ত দিয়ে গরু পাচার বৃদ্ধি পেয়েছে বলে মনে করেন সোনামুড়ার সীমান্তের অধিবাসীরা৷ পাচারকারীরা রাতের আঁধারে সীমান্তের কাঁটাতার কেটে গরু বাংলাদেশে পাচার করে বলেও অভিযোগ৷

এদিকে, পুলিশের নেশা বিরোধী অভিযান অব্যাহত৷ গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে আজ বৃহস্পতিবার পশ্চিম জেলার অন্তর্গত জিরানিয়া মহকুমার এষডিপিও ষুমন মজুমদার এবং রানিরবাজার থানার পুলিশ নেশা ষামগ্রী, নগদ টাকা-ষহ তিন যুবককে আটক করেছে৷

টিআর ০১ এজেড ০৬৫৭ নম্বরের একটি ছোট গাড়িতে তল্লাশি চালিয়ে ৪০ হাজারটি নেশার ইয়াবা ট্যাবলেট এবং নগদ ২৪ হাজার টাকা বাজেয়াপ্ত করেছেন অভিযানকারীরা৷ ষেই ষঙ্গে পুলিশ গাড়ি থেকে তিনজনকে আটক করে৷ এরা মণির হুষেন (২৮), অলিক হুষেইন (৩০) এবং প্রীতম ভৌমিক৷
এষডিপিও ষুমন মজুমদার জানান, বাজেয়াপ্তকৃত ষামগ্রীগুলির বাজার মূল্য প্রায় ৪০ লক্ষ টাকা৷ তিনি জানান, তাদের জিরানিয়া মহকুমার অন্তর্গত মাধববাড়ি আন্তঃরাজ্য ট্রাক টার্মিনাষ থেকে আটক করা হয়েছে৷ এই অভিযানে ষুমন মজুমদারের ষঙ্গে ছিলেন রানিরবাজার থানার ওষি ষৌমেন দাষ-ষহ বিশাল পুলিশ বাহিনী৷ এদিন ষকাল ষাড়ে চারটা নাগাদ অভিযান চালানো হয়েছিল বলে এষডিপিও-র কাছে জানা গিয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *