BRAKING NEWS

রাতের অন্ধকারে তিনটি গাড়ি ভাঙচুর সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টির অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুলাই ৷৷ রাতের অন্ধকারে ধর্মনগরে মোটরস্ট্যান্ড চত্বরে বিএমএস কার্যালয়ের সামনে দাঁড়ানো তিনটি গাড়ি ভাঙচুরের ঘটনায় পরিস্থিতি থমথমে৷ বিএমএস উত্তর ত্রিপুরা জেলা সম্পাদক বিপ্লব দাসের অভিযোগ, রাজ্যে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টির উদ্দেশ্যে দুষৃকতকারীরা সক্রিয় হয়ে উঠেছে৷ তাতে রাজনৈতিক মদত রয়েছে৷ তাঁর সাফ কথা, সিপিএম ও কংগ্রেসই রাজ্যে অস্থিরতা কায়েম করতে চাইছে৷


ধর্মনগর থানার ওসি জানিয়েছেন, মোটরস্ট্যান্ড চত্বরে বিএমএস কার্যালয়ের সামনে নুর উদ্দিন, আসাদুজ্জামান এবং মোবারক হোসেনের গাড়ি ভাঙচুর করেছে দুষৃকতীরা৷ মঙ্গলবার গভীর রাতে এই ঘটনায় কোনও প্রত্যক্ষদর্শী পাওয়া যায়নি৷ ফলে, গাড়ি ভাঙচুরের ঘটনায় দোষীদের চিহিণত করা কঠিন হয়ে দাঁড়িয়েছে৷ ওসি জানান, আজ সকালে বিষয়টি সকলের নজরে আসতেই হইচই শুরু হয়ে যায়৷ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে গেছে৷


ঘটনা সম্পর্কে বিএমএস-এর উত্তর ত্রিপুরা জেলা সম্পাদক বিপ্লব দাসের অভিযোগ, ধর্মনগরে শান্তি সম্প্রীতি নষ্ট করতে একাংশ দুষৃকতী কোমড় বেঁধে নেমেছে৷ তারা সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করে দাঙ্গা বাঁধাতে চাইছে৷ তাঁর আক্ষেপ, আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভয়ঙ্কর রূপ নিচ্ছে, অথচ পুলিশ দুষৃকতকারীদের টিঁকির নাগালও পাচ্ছে না৷


তিনি বলেন, গত রবিবার পশ্চিম চন্দ্রপুরেও সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করার উদ্দেশ্যেই হিংসার ঘটনা ঘটেছিল৷ তার পুনরাবৃত্তি ঘটেছে গতকাল গভীর রাতে৷ তাঁর দাবি, বেছে বেছে সংখ্যালঘুদের উপর আক্রমণ চালানো হচ্ছে৷ গতকাল গভীর রাতে যে তিনটি গাড়ি ভাঙচুর করা হয়েছে গাড়ির মালিক তিনজনই সংখ্যালঘু সম্প্রদায়ভুক্ত৷ বিপ্লববাবুর কথায়, এই পরিস্থিতিতে ত্রিপুরায় শান্তি বজায় রাখার জন্য সকলকে সতর্কতা অবলম্বন করতে হবে৷ তবে, রাজনৈতিক নেতৃত্বরা যেভাবে উস্কানিমূলক বক্তব্য রাখছেন, তাতে রাজ্যের পরিস্থিতি আরও ভয়ঙ্কর রূপ ধারণের সম্ভাবনা দেখা দিয়েছে, বামফ্রন্ট কনভেনার বিজন ধরকে খোঁচা দিয়ে এ-কথা বলেন তিনি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *