BRAKING NEWS

ত্রিস্তর পঞ্চায়েত ভোট : ৮৩০৮ মনোনয়নপত্র বৈধ ঘোষণা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুলাই ৷৷ ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে ৮৩০৮টি মনোনয়ন বৈধ বলে বিবেচিত হয়েছে৷ মঙ্গলবার স্ক্রুটিনি শেষে একথা জানিয়েছেন রাজ্য নির্বাচন কমিশনের সচিব প্রসেনজিৎ ভট্টাচার্য৷


ত্রিস্তর পঞ্চায়েতে নির্বাচনে ৮৩৯৯টি মনোনয়ন জমা পড়েছিল৷ স্ক্রুটিনির পর ৮৩০৮টি মনোনয়ন বৈধ বলে বিবেচিত হয়েছে৷ ফলে, ৯১টি মনোনয়ন এদিন বাতিল হয়েছে৷ রাজ্য নির্বাচন কমিশনের সচিব জানিয়েছেন, গ্রাম পঞ্চায়েতে বিজেপির ৬১১৬টি, সিপিএম’র ৩৭০টি, সিপিআই’র ৪টি, কংগ্রেসের ৭০৯টি, আইপিএফটি’র ৩৭টি, নির্দল ৩৭টি এবং অন্যান্য ১৪৭টি মনোনয়ন বৈধ পাওয়া গেছে৷

এদিকে পঞ্চায়েত সমিতিতে বিজেপির ৪১৯টি, সিপিএম’র ৮৮টি, সিপিআই’র ১টি, কংগ্রেসের ৭১টি, আইপিএফটির ২টি, নির্দল ১১টি এবং অন্যান্য ২টি মনোনয়ন বৈধ বলে বিবেচিত হয়েছে৷ তিনি আরও জানান, জিলা পরিষদে বিজেপির ১১৬টি, সিপিএম’র ৯২টি, কংগ্রেসের ৭৯টি, ফরোয়ার্ড ব্লকের একটি এবং নির্দল ৬টি মনোনয়ন বৈধ বলে বিবেচিত হবে৷
এদিকে, মনোনয়ন প্রত্যাহারের অন্তিম তারিখ আগামী ১১ জুলাই৷ নির্বাচন অনুুষ্ঠিত হবে ২৭ জুলাই৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *