বেঙ্গালুরু, ১০ জুলাই (হি.স.) : বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে পর্যাপ্ত বিধায়ক নেই কংগ্রেস-জেডি(এস) জোট সরকারের কাছে। বুধবার রাজ্যপাল ভাজুভাই ভালার কাছে গিয়ে এমনই দাবি করলেন বর্ষীয়ান বিজেপি নেতা বিএস ইয়েদুরাপ্পা।
এদিন রাজভবন থেকে বেরিয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিএস ইয়েদুরাপ্পা বলেন, বিধানসভার অধ্যক্ষ যাতে অবিলম্বে এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করে তা জানাতে রাজ্যপালের কাছে এসেছিলাম। বিধানসভায় পর্যাপ্ত সংখ্যা না থাকার জন্য মুখ্যমন্ত্রী হিসেবে কাজ চালিয়ে যাওয়ার নৈতিক অধিকার হারিয়ে ফেলেছেন কুমারস্বামী।
বিএস ইয়েদুরাপ্পা আরও বলেন, ১২ জুলাই থেকে অধিবেশন শুরু হতে চলেছে। কিন্তু কংগ্রেস-জেডি(এস) জোটের কাছে পর্যাপ্ত সংখ্যা নেই। ফলে অধিবেশন অনৈতিক। মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানো উচিত কুমারস্বামীর। বিজেপিকে সরকার তৈরি করার অবকাশ দেওয়া উচিত।
রাজ্যে রাজনৈতিক অচলাবস্থার প্রতিবাদে বিধানসভার ভবনের সামনে মহাত্মা গান্ধীর মূর্তির পাদদেশে বসেন ইয়েদুরাপ্পা। তাঁর সঙ্গে যোগ দেন অন্যান্য বিজেপি বিধায়কেরা। বিজেপির তরফ থেকে দাবি করা হয়েছে বিধানসভা অধ্যক্ষকে দিয়ে ক্ষমতার অপব্যবহার করা হয়েছে।