দেহরাদূন, ১০ জুলাই (হি. স.) : আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে নাচে মজেছেন বিজেপি বিধায়ক। ভিডিও ভাইরাল হতেই সাসপেন্ড করা হল উত্তরাখণ্ডের বিজেপি বিধায়ক প্রণব চ্যাম্পিয়নকে। ভাইরাল হওয়া ওই ভিডিওয় এক সাংবাদিককে হুমকি দেওয়ার পাশাপাশি সাংবাদিকের উদ্দেশ্যে অশ্রাব্য গালিগালাজ করতেও দেখা গিয়েছে ওই বিধায়ককে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
সাংবাদিককে হুমকি ও গালিগালাজ এবং মদের গ্লাস ও আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে নাচ করার অভিযোগে বরখাস্ত করা হয়েছে বিজেপি বিধায়ক প্রণব চ্যাম্পিয়নকে। সোশ্যাল মিডিয়ায় তার ভিডিও ভাইরাল হতেই এই সিদ্ধান্ত নিয়েছে দল। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং অস্ত্রগুলি লাইসেন্সযুক্ত কিনা তাও যাচাই করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। বিজেপির জাতীয় মিডিয়া ইন-চার্জ অনিল বালুনি ঘটনার নিন্দা করে বলেছেন, “ভিডিওটি দেখেছি। ঘটনার তীব্র নিন্দা জানাই। প্রণব সিং চ্যাম্পিয়নের বিরুদ্ধে এর আগেও এমন অভিযোগ এসেছিল, যে কারণে তাঁকে তিন মাসের জন্য সাসপেন্ড করেছিল দল। উত্তরাখন্ড ইউনিটের সঙ্গে এই বিষয়ে কথা বলেছি। উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।”