অমরপুরে গাড়ি থামিয়ে লুটপাট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুলাই ৷৷ ফের শুরু হল ছিনতাই৷ এবার গাড়ি থামিয়ে যাত্রীর সর্বস্য লুট করে নিল দুষৃকতীকারিরা৷ উগ্রপন্থী কায়দায় মুখে কাপড় বেঁধে রাস্তায় গাছ ফেলে রাস্তা আটক করে এক কন্ট্রাক্টার সহ দুজনকে আটক করে বেশ কিছু টাকা সহ দুটো মোবাইল ছিনতাই করে নিয়ে যায়৷ ৪ ছিনতাইকারী৷

ঘটনা গন্ডাছড়া অমরপুর রাস্তার জমাতিয়া পাড়া এবং কালামাটি রাস্তার মাঝামাঝি স্থানে৷ ঘঠনার বিবরনে জানা যায় সোমবার রাত ৯.৩০ মিনিট নাগাদ গন্ডাছড়া থেকে অমরপুর রাস্তার জমাতিয়াপাড়া থেকে কালামাটির মাঝামাঝি হয় ওই ছিনতাইয়েছর ঘটনাটি৷ উদয়পুরের দুই ঠিকেদার বিশ্বজিৎ মজুমদার ও সঞ্জিত দে নিজ গাড়ি ওয়াগনার টি আর ০৩ কে ০২৩৭ নিয়ে গন্ডাছড়া কাজ সেড়ে উদয়পুর ফিরে যাওয়ার পথে ওই ছিনতাইয়ের ঘটনাটি ঘটে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *