পাঁচ লক্ষ টাকাসহ কোটি টাকার ব্রাউন সুগার উদ্ধার, গ্রেপ্তার দুই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ জুলাই৷৷ আমবাসা থানার পুলিশের দীর্ঘদিন ধরে নজর ছিলো ড্রাগস মাফিয়া খোকন দেবনাথের উপর৷ তবে কোন ভাবেই তাকে জালে তুলতে পারছিল না৷ অবশেষে গোপন খবরের ভিত্তিতে সোমবার সকাল থেকেই মহকুমা পুলিশ আধীকারিক আশীষ দাসগুপ্ত ও আমবাসা থানার ওসি হীমাদ্রী সরকার ওৎ পেতে বসে থাকে৷ আমবাসা বাজারে অন্য একজনকে ড্রাগস দেবার সময় পুলিশ খোকন দেবনাথ এবং রুপন সাহাকে হাতে নাতে ধরে ফেলে৷ তারপর ভাউলিয়া বস্তীস্থিত খোকনের বাড়িতে আমবাসা থানার বিশাল পুলিশ বাহীনি নিয়ে তল্লাশি চালানো হয়৷

তার বাড়ির বিভিন্ন জায়গার তল্লাশি চালানো হয়৷ মাটি খুঁড়ে প্লাস্টিকের দুটি ড্রামে প্রচুর পরিমানে ব্রাউন সুগার এবং নগদ পাঁচ লক্ষ চৌত্রিশ হাজার টাকা উদ্ধার করে পুলিশ৷ এলাকাবাসীরা জানায় বহুদিন ধরেই এই এলাকায় খোকন নেশার সাম্রাজ্য চালিয়ে আসছে৷ জানা যায় খোকনের স্ত্রী রিতা দেবনাথও এই ব্যবসায় জড়িত রয়েছে৷ পুলিশ তার স্ত্রীকেও আটক করেছে৷ সব মিলিয়ে ৪৯০.৬৯ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করেছে পুলিশ৷ যার বাজার মূল্য প্রায় কোটি টাকা৷ ধৃতদের বিরুদ্ধে এন ডি পি এস অ্যাক্টে মামলা নিয়ে তদন্তে নেমেছে পুলিশ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *