BRAKING NEWS

কর্ণাটক সঙ্কট নিয়ে লোকসভায় ওয়াকআউট কংগ্রেসের, পাল্টা খোঁচা রাজনাথের

নয়াদিল্লি, ৯ জুলাই (হি.স.) : কর্ণাটকে রাজনৈতিক সঙ্কট নিয়ে উত্তাল লোকসভা। মঙ্গলবার এই বিষয়ে একযোগে ওয়াকআউট করে কংগ্রেস, ডিএমকে এবং ন্যাশনাল কনফারেন্সের সাংসদেরা। কিন্তু কোনও তৃণমূল কংগ্রেস সাংসদ ওয়াকআউট করেনি। দক্ষিণ এই রাজ্যে কংগ্রেস-জেডি(এস) জোটে সরকার যে সঙ্কট দেখা দিয়েছে, তার জন্য বিজেপিকে দায়ী করেছে কংগ্রেস নেতা অধীর চৌধুরী। কংগ্রেসের এমন দাবিকে খারিজ করে দেয় রাজনাথ সিং ও প্রহ্লাদ যোশী।    

জিরো আওয়ারে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী বিষয়টি উত্থাপন করে বলেন, বিজেপি চোরাশিকারি করে এমন কাজ করে চলেছে। যদিও এমন দাবি নস্যাৎ করে দিয়েছে শাসকদল বিজেপি।  প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন, বিষয়টি দুর্ভাগ্যজনক। কংগ্রেস নিজের বাড়ি সামলাতে পারছে না, তাই বিষয়টিকে সংসদের নিম্নকক্ষে টেনে এনে অধিবেশনের স্বাভাবিক কাজকর্মকে ব্যাহত করছে। সংসদ বিষয়কমন্ত্রী প্রহ্লাদ যোশী বলেন, নিয়ম অনুযায়ী কোনও বিষয় যখন একবার আলোচনা হয় তখন তা ফের উত্থাপন করা যায় না। কর্ণাটকে রাজনৈতিক সঙ্কটের জন্য বিজেপিকে দায়ী করে লোকসভার ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে থাকে কংগ্রেস সাংসদেরা। বিভাজনের রাজনীতি বন্ধ কর এমন স্লোগান দিয়ে সরব হয়ে ওঠে কংগ্রেস সাংসদেরা। এদিন কংগ্রেসের সমর্থনে এগিয়ে আসে এনসিপি, আরএসপি এবং ইন্ডিয়ান ইউনিয়ন অফ মুসলিম লিগ। ডিএমকে সাংসদ টি আর বালু এবং এ রাজা কংগ্রেস সদস্যদের সঙ্গে যোগ দিয়ে স্লোগান দিতে থাকে। প্রহ্লাদ যোশী উঠে দাঁড়িয়ে বলেন, কর্ণাটকের সঙ্কটের জন্য দায়ী স্বয়ং রাহুল গান্ধী। অন্যদিকে অধীর চৌধুরী বলেন, ঘোড়া কেনা বেচার খেলা এবার বন্ধ হোক। আজ কর্ণাটকের এমন ঘটেছে আগামীকাল মধ্যপ্রদেশে এমন পরিস্থিতি তৈরি হতে পারে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *