BRAKING NEWS

কাজের সন্ধানে ব্যাঙ্গালুরুর উদ্দেশ্যে রওয়ানা দিয়ে নিখোঁজ রাজ্যের যুবক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ জুলাই ৷৷ উনকোটি জেলার কৈলাসহর থানার অন্তর্গত ছনতৈল গ্রাম পঞ্চায়েতেরে ২নং ওয়ার্ডের এক যুবক কাজের সন্ধ্যানে ব্যাঙ্গালুরের উদ্দেশ্যে রওয়ানা হয়ে নিখোঁজ হয়েছে৷ তার নাম সঞ্জয় সেন৷ নিখোঁজ হওয়ার এক সপ্তাহের পরও তার কোন হদিশ মিলেনি৷ তাতে তার মা আরও অসহায় হয়ে পড়েছে৷


গত ২৯ জুন ছনতৈল গ্রাম পঞ্চায়েতের পয়ন্তী সেনের একমাত্র পুত্র সঞ্জয় সেন এ এলাকারই জীবন দাসের সঙ্গে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে ব্যাঙ্গালুরুর উদ্দেশ্যে রওয়ানা হয়৷ তারা একসঙ্গে ১০-১২জন ছিল৷ ২৯ জুন তারা গোয়াহাটির বাসে উঠে৷ ৩০ জুন ভোরে গুয়াহাটি পৌঁছে৷ পরদিন অর্থাৎ ১লা জুলাই ভোরে ব্যাঙ্গালুরের উদ্দেশ্যে এক সঙ্গে সবাই ট্রেনে উঠে৷ রাতে ট্রেন যখন শিলিগুড়ি পৌঁছে তখন সঞ্জয় স্টেশনে নামে৷ এরই মধ্যে ট্রেন ছেড়ে দেয়৷ সঞ্জয় ঐ ট্রেনে উঠতে পারেনি৷ জীবন এবং শাহিন বিষয়টি ফোন করে সঞ্জয়ের মাকে জানান৷ পরদিন সকালে সঞ্জয়ের মা জয়ন্তী সেন কৈলাসহর থানায় লিখিতভাবে অভিযোগ জানান৷ এখন পর্যন্ত নিখোঁজ পুত্রের কোন হদিশ পাননি অভাগিনী মা৷


একমাত্র পুত্রকে হাড়িয়ে মানুষিক ভাবে ভেঙে পড়েছেন তিনি৷ জয়ন্তী সেন নামে ঐ মহিলা রবিবার কৈলাসহরে সাংবাদিকদের দ্বারস্থ হয়ে পুত্রকে উদ্ধারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান৷ কিন্তু এখনও পর্যন্ত তার কোন হদিশ মেলেনি৷ পুলিশের কাছ থেকে ঐ মহিলা কোন ধরনের সহযোগিতা পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন৷ তিনি জানান নিখোঁজ পুত্র সঞ্জয়ের কাছে কোন মোবাইল ফোন নেই৷ একটাই মাত্র ফোন ছিল সেটি সে বাড়িতে রেখে গেছে৷ তার কাছে এমন টাকা পয়সাও নেই৷ ফলে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন অভাগিনী মা৷


অবিলম্বে নিখোঁজ পুত্র সঞ্জয়কে উদ্ধার করার জন্য সকলের সহযোগিতা চেয়েছেন কৈলাসহরের ছনতৈল গ্রামের জয়ন্তী সেন নামে ঐ অসহায় মহিলা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *