নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ জুলাই৷৷ আমবাসা মহাকুমায় ড্রাগস এর রমরমা চলছে বেশ কয়েকদিন ধরে৷ আমবাসা থানাকে ঘুমে রেখে ড্রাগস কারবারিরা তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছে৷ রবিবার বিকেলে আমবাসা চান্দাইছড়া এলাকায় ২ ড্রাগস কারবারিকে হাতেনাতে ধরেছিল এলাকাবাসীরা৷ দীর্ঘদিন ধরেই এই এলাকার একটি বাড়িতে ড্রাগস রমরমা ব্যবসা চলছিল৷ আজ বিকেলে দুই যুবক এই বাড়ি থেকে ড্রাগস নিয়ে বেরোনোর সময় হাতেনাতে ধরে এলাকাবাসীরা৷
সেই সময় এ এলাকায় আমবাসা থানার আলোময় মগ নামে এক মহিলা পুলিশ কর্মি ছিল৷ তখন এলাকাবাসীদের সামনে মহিলা কনস্টেবল ২ ড্রাগস কারবারীকে ছেড়ে দেয়৷ তখনই এলাকাবাসীরা উত্তেজিত হয়ে আমবাসা থানার খবর দেয়৷ ঘটনাস্থলে ছুটে আসে আমবাসা থানার পুলিশ৷ পুলিশ এসে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আনে৷ এ বিষয়ে এক সাক্ষাৎকারে এলাকাবাসীরা জানায় ২ জন যুবককে ড্রাগস সহ আটক করেছিল এলাকাবাসীরা৷
সেই সময় এই মহিলা পুলিশ কর্মী আলোময় মগ এসে ড্রাগস কারবাড়িদের ছেড়ে দেয়৷ এলাকাবাসীর অভিযোগ করেন এই দুই ড্রাগস কারবারি এই মহিলা পুলিশ কর্মীর পরিচিত বলে ছেড়ে দেয়৷ এখন প্রশ্ণ হল পুলিশ কর্মীরা যদি ড্রাগস কার বাড়ির সাথে যোগাযোগ রাখে তাহলে মুখ্যমন্ত্রীর নেশা মুক্ত ত্রিপুরা স্বপ্ণই রয়ে যাবে৷ এখন দেখার বিষয় এই মহিলা পুলিশ কর্মী আলোময় মগ বিরুদ্ধে কি ব্যবস্থা নেই প্রশাসন৷