BRAKING NEWS

নিজের দোষের জন্য কর্ণাটকে ডুবছে কংগ্রেস, দাবি গিরিরাজের

নয়াদিল্লি, ৮ জুলাই (হি.স.) : কর্ণাটকে কংগ্রেস-জেডি(এস) জোট সরকারে সঙ্কট নিয়ে অবশেষে মুখ খুললেন বর্ষীয়ান বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। নিজের দোষের জন্য কর্ণাটকে ডুবছে কংগ্রেস বলে সোমবার ট্যুইটারে দাবি করেছেন তিনি। অন্যদিকে মুখ্যমন্ত্রী কুমারস্বামী সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে দাবি করেছেন, সরকারের স্থায়িত্বতা নিয়ে কোনও প্রকার সংশয় নেই।
এদিন গিরিরাজ সিং ট্যুইটারে লেখেন, গান্ধী পরিবারের উপর নির্ভরশীল হওয়ার কারণে ভুগতে হচ্ছে কংগ্রেসকে। ১৮টি রাজ্য সহ কেন্দ্রশাসিত অঞ্চলে কংগ্রেসের কোনও সাংসদ নেই। এখন কর্ণাটকও হাত ছাড়া হতে চলেছে। যে জাহাজ থেকে ক্যাপ্টান রাহুল গান্ধী ঝাপ দিয়েছেন সেখানে বাকিরা কি করে টিকবে? কর্ণাটকে কংগ্রেস নিজের ভুলে জন্য ডুবছে আর তাই তাদের সদস্যরা নিজেদের ভুল সংশোধন করতে ব্যস্ত। 

অন্যদিকে, আমেরিকা থেকে রবিবার ফিরেছেন মুখ্যমন্ত্রী কুমারস্বামী সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে কুমারস্বামী বলেন, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে চিন্তিত নই। রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করতে চাই না। এই সমস্যা দ্রুত সমাধান হবে। বিষয়টি নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই। মসৃণ ভাবেই এই সরকার চলবে। 

উল্লেখ করা যেতে পারে শনিবার কংগ্রেস-জেডি(এস) জোটের ১৩ জন বিধায়ক ইস্তফা দেন। এমনকি সোমবারও আরও একজন বিধায়ক পদ থেকে সরে দাঁড়ান। অন্যদিকে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য ২১ কংগ্রেস মন্ত্রী এবং ৯ জন জেডি(এস) মন্ত্রী নিজে পদ থেকে ইস্তফা দেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *