নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ জুলাই ৷৷ রাজ্যের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে লোকসভায় আলোচনা করলেন সাংসদ প্রতীমা ভৌমিক৷ শুধু সংসদের ভেতরেই নয়, বিভিন্ন কেন্দ্রীয় মন্ত্রিদের সাথে সাক্ষাৎ করে রাজ্যে স্বার্থ সংশিষ্ট বিভিন্ন দাবী সম্বলিত স্মারকপত্রও তুলে দিয়েছেন৷ রবিবার আগরতলায় বিজেপির রাজ্য কার্য্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে এই কথা জানান৷
তিনি বলেন, ত্রিপুরার বিকাশের জন্য বিভিন্ন দিক তুলে ধরেন সংসদের বাজেট অধিবেশন৷ তিনি মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের মডেল ত্রিপুরার দৃষ্টিভঙ্গি সম্পন্ন করার জন্য এসব বিষয় তুলে ধরেছেন এবং সংশ্লিষ্ট মন্ত্রকের কেন্দ্রীয় মন্ত্রীদের সাথে দেখা করেছেন৷
২৭ জুন সংসদে তাঁর প্রথম বত্তৃণতায় প্রতীমা ভৌমিক আগরতলা-কলকাতা এবং আগরতলা-দিল্লী রুটে সরাসরি কানেক্টিং ফ্লাইটের সংখ্যা বাড়ানোর দাবি জানান৷ পরে তিনি ব্যক্তিগতভাবে বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী হারদিপ সিং পুরির সঙ্গে দেখা করেন এবং একটি লিখিত স্মারক জমা দেন৷ মন্ত্রী বিষয়টি নিশ্চিত করার আশ্বাস দেন এবং এর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারেন বলে আশা প্রকাশ করেন প্রতীমা ভৌমিক৷
প্রতীমা ভৌমিক বলেন, ত্রিপুরা বিষয়ক বিভিন্ন বিষয় লোকসভায় তোলা দরকার এবং এরজন্য তিনি সংসদের বাজেট অধিবেশনে এগুলি উত্তাপন করবেন৷ সাংসদ আরও বলেন, রাজধানী দিল্লীতে ত্রিপুরার রোগীদের এবং ছাত্রছাত্রীদের জন্য দিল্লির একটি হেল্পলাইন স্থাপনের দীর্ঘদিনের ইচ্ছা ছিল তাঁর৷ যেখানে তাদের প্রয়োজনীয়তার জন্য সব ধরনের সহায়তা পাবে৷ এই উদ্যোগ আগামী সপ্তাহের মধ্যে সম্পন্ন করা হবে৷
তিনি আরও বলেন, আগরতলা থেকে গুয়াহাটি এবং আগরতলা থেকে শিলচর পর্যন্ত যাত্রী ট্রেনের সংখ্যা বাড়ানোর জন্য তিনি দাবী জানাবানে সংসদে৷ পাশাপাশি ত্রিপুরায় রেলওয়ে নিয়োগ বোর্ড প্রতিষ্ঠারও দাবী জানাবেন তিনি৷
তিনি বলেন, ত্রিপুরার একটি ডেন্টাল কলেজ স্থাপনের বিষয়টি উত্থাপন করবেন৷ কারণ বিপুল সংখ্যক ছাত্র রাজ্যের বাইরে যাচ্ছেন৷ তিনি ইতোমধ্যে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী হর্ষবর্ধনের সঙ্গে সাক্ষাত করেছেন এবং এই দাবি জানান৷ তিনি প্রস্তাবটি পুণরায় উত্থাপন করবেন ধর্মেন্দ্র প্রধানের মাধ্যমে, কারণ তিনি ত্রিপুরাকে ভাল করে জানেন৷
আগামী ২৬ জুলাই সংসদের বাজেট অধিবেশন চলাকালে, সাংসদ প্রতীমা ভৌমিক এছাড়াও ত্রিপুরাতে পর্যটন সার্কিট খোলার বিষয়টি তুলবেন৷ কারণ বেশিরভাগ রাজ্যেরই এটি রয়েছে এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে অন্তত চারটি আবেদন জমা দেওয়া হয়েছে এই বিষয়ে৷ এ ছাড়াও তিনি বলেন, সোনামুড়াতে একটি ডক খোলার দাবী জানানো হবে৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব গোমতী এবং মেঘনা নদীর মধ্যে জলপথে যোগাযোগ স্থাপনের জন্য দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ৷ তাছাড়া সোনামুড়াতে ইন্টিগ্রেটেড চেকপোস্ট স্থাপনেরও দাবী জানানো হবে৷
প্রতীমা ভৌমিক সংশ্লিষ্ট মন্ত্রকের কাছে দাবী জানান এমজিএনরেগা প্রকল্পের কিছু ফান্ড কৃষি দপ্তরে দেওয়ার জন্য তাতে কৃষকরা উপকৃত হতে পারবেন৷ তিনি ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরের প্রসাদ ‘পেড়া’ অনলাইনে বিক্রি করার উপরও গুরুত্বারোপ করেছেন৷ পাশাপাশি রাবার এবং আগরতলায় একটি ১০০০ শয্যার হাসপাতালের দাবীও তিনি কেন্দ্রীয় সরকারের সংশ্লিষ্ট মন্ত্রকে জানাবেন বলে এদিন জানিয়েছেন৷