BRAKING NEWS

উত্তর পূর্বাঞ্চলের জন্য বরাদ্দে উল্লেখযোগ্য বৃদ্ধি

অভিজিৎ রায়চৌধুরী৷৷ নয়াদিল্লী, ৫ জুলাই৷৷ ২০১৯-২০ অর্থ বর্ষে বাজেটে ডোনার মন্ত্রকে বরাদ্দ বেড়েছে৷ ২০১৮-১৯ অর্থ বর্ষে বরাদ্দ হয়েছিল ২৬২৯ কোটি টাকা৷ সেই তুলনায় ২০১৯-২০ অর্থ বর্ষে ডোনার মন্ত্রকে বরাদ্দ হয়েছে ৩০০০ কোটি টাকা৷ এছাড়া, উত্তর-পূর্বাঞ্চল পরিকাঠামো উন্নয়ন প্রকল্পে বরাদ্দ বিশেষ বৃদ্ধি পেয়েছে৷ ওই খাতে এবার ৬৯৫ কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্রীয় সরকার৷ ২০১৮-১৯ অর্থ বর্ষে এই খাতে বরাদ্দ হয়েছিল ১৪০ কোটি টাকা৷

তবে, উত্তর-পূর্বাঞ্চল পরিষদ খাতে এবার বরাদ্দ কমেছে৷ ২০১৯-২০ অর্থ বর্ষের বাজেটে এই খাতে ৫৮০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে৷ অথচ, ২০১৮-১৯ অর্থ বর্ষে এই খাতে বরাদ্দ করা হয়েছিল ৬০৭ কোটি টাকা৷

সার্বিকভাবে বাজেটে উত্তর-পূর্বাঞ্চলের জন্য উল্লেখযোগ্য বরাদ্দ বেড়েছে৷ ২০১৯-২০ অর্থবর্ষে বাজেটে উত্তর-পূর্বাঞ্চলের জন্য ৫৯ হাজার ৩৬৯ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে৷ গত অর্থবর্ষের তুলনায় বৃদ্ধি ২০.৫৷ আজ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামান লোকসভায় সাধারণ বাজেট পেশ করার পর এই তথ্য উঠে এসেছে৷ তাতে দেখা গেছে, উত্তর-পূর্বাঞ্চলে কৃষি ও কৃষক কল্যাণ খাতে সর্বাধিক গুরুত্ব দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী৷

প্রসঙ্গত, ভারত সরকারের ৫৫টি মন্ত্রক থেকে উত্তর-পূর্বাঞ্চলের জন্য বিশেষ ভাবে চিন্তা করা হয়েছে৷ এবছর বাজেটে কৃষি ও কৃষক কল্যাণ এবং সমন্নয় খাতে বরাদ্দ দ্বিগুন করা হয়েছে৷ ২০১৮-১৯ অর্থবর্ষে ওই খাতে ৬৭২৬ কোটি ৩৪ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছিল৷ ২০১৯-২০ অর্থবর্ষে দ্বিগুন বেড়ে বরাদ্দ করা হয়েছে ১২৯৮৬ কোটি ৬ লক্ষ টাকা৷

তবে, কেন্দ্রীয় ভূতল সড়ক, পরিবহন এবং মহাসড়ক মন্ত্রকে উত্তর-পূর্বাঞ্চলের জন্য বরাদ্দ  কমেছে৷ ২০১৮-১৯ অর্থবর্ষে ৬২১০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল৷ এবার ৬০৭০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে৷

এদিকে, সেন্ট্রাল পুলে উত্তর-পূর্বাঞ্চল এবং সিকিমের জন্য এবার বরাদ্দ কমেছে৷ ২০১৯-২০ অর্থ বর্ষের বাজেটে সেন্ট্রাল পুলে এই অঞ্চলের জন্য ৫৩১ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে৷ অথচ, ২০১৮-১৯ অর্থ বর্ষে এই খাতে ৭৮১ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল৷ তবে, উত্তর-পূর্বাঞ্চল সড়ক ক্ষেত্রবিশেষ উন্নয়ন প্রকল্পে বরাদ্দ বৃদ্ধি পেয়েছে৷ ২০১৮-১৯ অর্থ বর্ষে বরাদ্দ ৩৯১ কোটি টাকা থেকে বাড়িয়ে এবার এই খাতে ৬৬৬ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *