BRAKING NEWS

হরেন পাণ্ডিয়া হত্যা মামলায় নিম্ন আদালতের রায়কে বহাল রাখল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ৫ জুলাই (হি. স.) : ২০০৩ সালের গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রী হরেন পাণ্ডিয়া হত্যা মামলায় শুক্রবারনিম্ন আদালতের রায়কে বহাল রাখল সুপ্রিম কোর্ট। আদালতের রায়কে চ্যালেঞ্জ করায় সিবিআই এবং গুজরাটের সরকারকে আপিলের অনুমতি দিয়েছিল দেশের সর্বোচ্চ আদালত। অভিযুক্ত ব্যক্তিদের হত্যার অপরাধে  ১২ জন দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে  নিম্ন আদালত। সন্ত্রাস প্রতিরোধ আইনের (পিওটিএ) অধীনে অপরাধমূলক ষড়যন্ত্র, হত্যার চেষ্টা এবং অপরাধের জন্য তাদের দোষী সাব্যস্ত করে নিম্ন আদালতের রায়কে বহাল  রাখল সুপ্রিম কোর্ট। 

সুপ্রিম কোর্টের বিচারপতি অরুণ মিশ্র ও বিনীত সারানের বেঞ্চ এই মামলায় নতুন তদন্তের জন্য এনজিও “সেন্টার ফর পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন” (সিপিআইএল) কর্তৃক দায়ের করা একটি পিআইএল খারিজ করে দিয়েছিল। পিআইএল দাখিলের জন্য সিপিআইলে ৫০,০০০ টাকা জরিমানা আরোপ করে তিনি বলেন, এই মামলায় আর কোনও আবেদন করা হবে না। সেই সময় নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন গুজরাট সরকারে হরেন পাণ্ডিয়া ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। ২০০৩ সালের ২৬ মার্চ আহমেদাবাদের আইন গার্ডেনের কাছে সকালে তাঁকে গুলি করে হত্যা করা হয়। সিবিআই জানায়, গুজরাটে ২০০২ সালের সাম্প্রদায়িক দাঙ্গার প্রতিশোধ নেওয়ার জন্য পাণ্ডিয়াকে হত্যা করা হয়েছিল। কেন্দ্রীয় সংস্থা দাবি করে, রসুল পার্তি ও মুফতি সুফিয়ান পাটঙ্গিয়া কর্তৃক অভিযুক্তদের অবৈধভাবে পাকিস্তানে পাঠানো হয়েছিল এবং আইএসআই-এর নির্দেশে প্রশিক্ষিত হয়েছিল। গুজরাট পুলিশের তদন্তের পর সিবিআই-এর হাতে এই মামলাটি হস্তান্তর করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *