BRAKING NEWS

যোগী আদিত্যনাথের সঙ্গে দেখা করে উত্তরপ্রদেশে চাষে জৈব সার ব্যবহারের অনুরোধ করলেন আর কে সিনহা

লখনউ, ৫ জুলাই (হি.স.) : হিন্দুস্থান সমাচার বহুভাষী সংবাদ সংস্থার চেয়ারম্যান তথা বিজেপির রাজ্যসভার সাংসদ আর কে সিনহা শুক্রবার লোকভবনে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে দেখা করলেন৷ তিনি কৃষকদের আয় দ্বিগুন করার লক্ষ্যে মুখ্যমন্ত্রীকে তাঁর রাজ্যে চাষে জৈব সার ব্যবহারের অনুরোধ জানান৷ জৈব চাষের মাধ্যমে শুধু উৎপাদন বৃদ্ধি হবে না, কৃষকদের স্বাস্থ্যের পক্ষেও তা উপকারী৷

রাসায়নিক ও কীটনাশক সার প্রয়োগে মাটির উর্বরতা শক্তি নষ্ট হচ্ছে৷ এমন সময় জৈব চাষ সবথেকে ভাল বিকল্প৷ এরফলে কৃষকদের লাভও হবে। আগামী ভবিষ্যতে রাসায়নিক মুক্ত খাদ্য সামগ্রী পেতে জৈব চাষই একমাত্র পরিবর্তন আনতে পারে  বলেই জানান তিনি | উত্তরপ্রদেশের কৃষকদের যত তাড়াতাড়ি সম্ভব এই জৈব চাষে অন্তর্ভুক্ত করার জন্য এদিন আবেদন জানান আর কে সিনহা  । 

এদিন তিনি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে হিন্দুস্থান সমাচার বহুভাষী সংবাদ সংস্থার অগ্রগতি সম্পর্কে অবগত করে বলেন, ইন্দিরা গান্ধীর জরুরিকালীন অবস্থার সময় এই সংবাদ সংস্থার অনেক ক্ষতি হয়েছিল। আজ সেগুলো কাটিয়ে ফের নিজের পায়ে দাঁড়ানো শুরু করেছে হিন্দুস্থান সমাচার । এখন ডিজিটাল মিডিয়া ও ইউটিউব চ্যানেলও হিন্দুস্থান সমাচার বহুভাষী সংবাদ সংস্থার সঙ্গে যুক্ত করা হয়েছে। তিনি এদিন হিন্দুস্থান সমাচারের যথাবত, যুগবার্তা ও নবত্থান-র বার্ষিক পত্রিকাগুলো মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের হাতে তুলে দেন । 

হিন্দুস্থান সমাচারের বার্ষিকী লোকসেবা আয়োগ প্রস্তুতি করা ছাত্রদের কথা মাথায় রেখে বিশেষভাবে প্রস্তুত করা হয়েছে। এই পত্রিকায় বিশেষভাবে অনেকগুলো  তথ্য তুলে ধরা হয়েছে। বার্ষিকীতে তথ্যসহ পরিসংখ্যান উল্লেখ করা থাকবে। এরফলে ছাত্ররা সহজ ও সরলভাবে এই বই পড়ে বুঝতে পারবে৷
মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ হিন্দুস্থান সমাচারের বার্ষিকী পত্রিকার প্রসংশা করে বলেন, প্রতিযোগী ছাত্রদের কাছে এটা খুব উপকারী হবে৷মুখ্যমন্ত্রী সব প্রকাশনের সংখ্যা বাড়ানোর জন্য পরামর্শ দিয়েছেন, যার ফলে বেশি বেশি পাঠকবর্গের কাছে এই পত্রিকা পৌঁছাতে পারবে৷ এদিন আর কে সিনহার সঙ্গে উপস্থিত ছিলেন হিন্দুস্থান সমাচারের জোনাল এডিটর সাংবাদিক অম্বিকানন্দ সহায়, ভাইস প্রেসিডেন্ট(মার্কেটিং) বিশাল সিনহা, ব্যবসায়িক ডিরেক্টর রজিত সিনহা, উত্তরপ্রদেশ ব্যুরো চিফ রাজেশ তিওয়ারি, আইনজীবী মোহনলাল প্রমুখ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *