নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ জুলাই ৷৷ রাজ্যে মিড-ডে-মিল সরবরাহের পরীক্ষামূলক দায়িত্ব দেওয়া হচ্ছে অক্ষয় পাত্র সংস্থাকে৷ ইসকন দ্বারা পরিচালিত এই সংস্থাকে ত্রিপুরায় পাইলট প্রজেক্ট হিসেবে একটি জেলার দায়িত্ব দেওয়া হচ্ছে৷
এ-বিষয়ে আজ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, মিড-ডে-মিল প্রকল্পে খাবার সরবরাহে নতুন সংস্থাকে পরিক্ষামূলক দায়িত্ব দেওয়া হয়েছে৷ ইসকন দ্বারা পরিচালিত অক্ষয় পাত্র সংস্থা দেশে বিভিন্ন রাজ্যে মিড-ডে-মিল সরবরাহের দায়িত্ব পালন করছে৷ তাতে, বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আরো বেশী পুষ্টিকর খাবার খেতে পারবে৷ তিনি বলেন, মিড-ডে-মিল প্রকল্পে কেন্দ্রীয় সরকারের বরাদ্দ অর্থের সাথে অক্ষয় পাত্র সংস্থাও অতিরিক্ত অর্থ যুক্ত করে খাবার সরবরাহ করবে৷ তাঁর কথায়, পূর্বতন সরকারের আমলেই এই উদ্যোগ নেওয়া সম্ভব হতো৷ কিন্তু, চিন্তাধারার ফারাকের কারণে ছাত্রছাত্রীরা উপকৃত হয়নি৷
এই নতুন উদ্যোগ সম্পর্কে শিক্ষামন্ত্রী রতন লাল নাথ বলেন, মিড-ডে-মিল প্রকল্পে খাবার সরবরাহে অক্ষয় পাত্র সংস্থাকে দায়িত্ব দেওয়ার জন্য মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে৷ তাঁর কথায়, আপাতত আগরতলা শহর ও শহরতলীর বিদ্যালয়গুলিতে মিড-ডে-মিল প্রকল্পে খাবার সরবরাহের দায়িত্ব অক্ষয় পাত্র সংস্থা পালন করবে৷ শিক্ষামন্ত্রী বলেন, তারা আগরতলা শহর এবং শহরতলীতে তিনটি স্থানে সেন্ট্রালাইজড রান্নাঘর নির্মাণ করবে৷ সেখান থেকে খাবার তৈরি করে বিদ্যালয়গুলিতে সরবরাহ করা হবে৷ তিনি জানান, আগরতলা, ডুকলি এবং জিরানীয়ায় সেন্ট্রালাইজড রান্নাঘর তৈরি করবে অক্ষয় পাত্র সংস্থা৷
শিক্ষামন্ত্রী জানান, বর্তমানে প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র পিছু বরাদ্দ ৪ টাকা ৪০ পয়সা এবং উচ্চ বুনিয়াদী বিদ্যালয়ে বরাদ্দ ৬ টাকা ৫১ পয়সা৷ কিন্তু, এখন অক্ষয় পাত্র এর সাথে আরো ৪০ শতাংশ অর্থ যুক্ত করবে৷ তাতে, প্রাথমিক বিদ্যালয়ের জন্য ৬ টাকা ৫০ পয়সা এবং উচ্চ বুনিয়াদী বিদ্যালয়ে ছাত্রপিছু ৯টা খরচ করা হবে৷