নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ জুলাই ৷৷ আগরতলা রেলস্টেশন এবং চন্দ্রপুর আইএসবিটিতে চালু হচ্ছে প্রিপেড টেক্সি কাউন্টার৷ পরিচালনা করবে ত্রিপুরা সড়ক পরিবহণ নিগম৷ এছাড়া আগরতলা শহরে আগস্ট মাসের শুরুতেই চালু হচ্ছে টাউন বাস৷ ত্রিপুরা সড়ক পরিবহণ নিগমের চেয়ারম্যান দীপক কুমার মজুমদার সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানান৷ রাজ্য সরকার রাজ্যের পরিবহণ ব্যবস্থাকে ঢেলে সাজানোর উদ্যোগ গ্রহণ করেছে৷ রাজ্যের বিভিন্ন স্থানে যেসব টিআরটিসি অফিস রয়েছে সেগুলিকে পুনরুজ্জীবিত করে টিআরটিসিকে আরও গতিশীল করার উদ্যোগ নেওয়া হয়েছে৷
টিআরটিসি’র উপর বিশেষ কিছু দায়িত্বও অর্পিত হয়েছে৷ রাজ্যের সবকটি মোটরস্ট্যান্ড পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে টিআরটিসি’র উপর৷ টিআরটিসি’র চেয়ারম্যান দীপক কুমার মজুমদার বুধবার সাংবাদিকদের জানান আগরতলা রেলস্টেশন এবং চন্দ্রপুর আইএসবিটিতে আগামী ২০ জুলাই থেকেই চালু হচ্ছে প্রিপেড টেক্সি পরিষেবা৷ দুটি স্থানেই টিআরটিসি’র পরিচালনায় প্রিপেড টেক্সি কাউন্টার থাকবে৷ যাত্রীরা যাতে নিরাপদে নির্ধারিত ভাড়ায় যাতায়াত করতে পারেন সেজন্যই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে৷ প্রিপেড পরিষেবা প্রদানের ইচ্ছুক টেক্সির মালিকদের স্থানীয় প্রিপেড কাউন্টারে নাম নথিভুক্ত করাতে হবে৷ অন্যথায় তাদেরকে পরিষেবার আওতায় অন্তর্ভুক্ত করা হবে না৷ দীপকবাবু বলেন, বহির্রাজ্য থেকে রাজ্যে পর্যটক আগমনের সংখ্যা দিন দিন বাড়ছে৷ প্রিপেড পরিষেবা না থাকায় নানা সমস্যায় পড়তে হচ্ছে যাত্রী সাধারণকে৷ এইসব বিষয় বিবেচনা করেই রাজ্য সরকার রাজ্যের প্রিপেড পরিষেবা আরও বিস্তৃত করার উদ্যোগ নিয়েছে৷ বর্তমানে একমাত্র আগরতলা এমবিবি বিমানবন্দর থেকে প্রিপেড পরিষেবা চালু রয়েছে৷ সাংবাদিকদের প্রশ্ণের উত্তরে টিআরটিসি’র চেয়ারম্যান জানান আগামী আগস্ট মাসের গোড়াতেই আগরতলা শহরের রাস্তায় নামবে টাউন বাস৷ আগরতলা সহ রাজ্যের সর্বত্রই যাত্রী পরিষেবা আরও স্বচ্ছ করার লক্ষ্যেই এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হচ্ছে৷ উল্লেখ্য, বর্তমান ব্যবস্থায় অটো কিংবা অন্যান্য যানবাহনগুলো যাত্রীদের অনেক ক্ষেত্রেই পকেট কাটার কারিগড়ে পরিণত হয়েছে৷ প্রিপেড ব্যবস্থা চালু হলে এই সমস্যা থেকে উত্তরণের পথ বেড়িয়ে আসবে৷