নয়াদিল্লি, ৪ জুলাই (হি.স.) ২০২২ সালের মধ্যে ভারত অপুষ্টি থেকে মুক্ত হবে। বৃহস্পতিবার রাজ্যসভায় দাঁড়িয়ে এমনই জানালেন কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণ উন্নয়নমন্ত্রী স্মৃতি ইরানি।
এদিন স্মৃতি ইরানি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্নের প্রকল্প হচ্ছে ‘পোষণ অভিযান’। ২০২২ সালের মধ্যে ভারত অপুষ্টি থেকে মুক্তি পাবে। উল্লেখজনক গতিতে এই প্রকল্পের অধীনে কাজ হয়ে চলেছে। আগামী দুই বছরের মধ্যে কোনও শিশু আর অপুষ্টিতে ভুগবে না। এদিন আম আদমি পার্টির সাংসদ সুনীল কুমার গুপ্তর প্রশ্নের উত্তরে স্মৃতি ইরানি বলেন, অপুষ্টি দূরীকরণের পাশাপাশি পরিশ্রুত পানীয় জল সরবরাহ নিয়েও কাজ করে চলেছে কেন্দ্র। ২০১৮ সালের সেপ্টেম্বর কুপোষণ মহাকাল কর্মসূচির আয়োজন করা হয় যেখানে অংশগ্রহণ করেন ২৫ কোটি মানুষ। চলতি বছরের মার্চের ৮ থেকে ২২ তারিখ পর্যন্ত ‘পোষণ পাকওয়ানা’ কর্মসূচি নেওয়া হয়। এই কর্মসূচিতে যোগ দেয় ৪৪.৮৮ কোটি মানুষ।
সাধারণ মানুষের বিপুল অংশগ্রহণের ফলে এটি গণআন্দোলনে পরিণত হয়। তিনি আরও বলেন, ‘পোষণ অভিযান’ সমস্ত রাজ্যের প্রতিটি জেলায় কার্যকর করা হয়েছে। ৯ জুন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টরের সঙ্গে এই প্রকল্প নিয়ে আলোচনা হয়। দেশজুড়ে এই প্রকল্পকে শক্তিশালী করতে সকল মন্ত্রী এবং সাংসদদের অনুরোধ করব। অপুষ্টি মুক্ত করার লক্ষ্য মিড ডে মিলকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। মিড ডে মিলের মাধ্যমে বেশি মাত্রায় পুষ্টিকর খাদ্য যাতে শিশুরা পায় সেই দিকে নজর দেওয়া হবে। ‘পোষণ অভিযান জন আন্দোলন’ কেন্দ্রীয় সরকারের ফ্ল্যাগ শিপ প্রকল্প। প্রসূতি, সদ্যোজাত, শিশুরা যাতে পুষ্টিকর খাবার পায় সেই জন্যই এই প্রকল্প গ্রহণ করা হয়েছে।