জম্মু, ৪ জুলাই (হি.স.): জম্মু-র ভগবতী নগর যাত্রী নিবাস থেকে কড়া নিরাপত্তা বেষ্টনীতে বালতাল (অনন্তনাগ জেলা) এবং পহেলগাঁও (গান্ডেরবাল জেলা) বেসক্যাম্পের উদ্দেশ্যে রওনা দিলেন অনন্তপক্ষে ৫,৫২২ জন তীর্থযাত্রী (এখনও পর্যন্ত সর্বাধিক)| গত ৩০ জুন থেকে শুরু হয়েছে বার্ষিক অমরনাথ যাত্রা, বৃহস্পতিবার পর্যন্ত ৩৫ হাজারেরও বেশি তীর্থযাত্রী অমরনাথ দর্শন করেছেন| বৃহস্পতিবার ভোররাতে অমরনাথ দর্শনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন আরও ৫,৫২২ জন তীর্থযাত্রী| শ্রী অমরনাথজি শ্রাইন বোর্ডের এক আধিকারিকের কথায়, বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ৩৫ হাজারেরও বেশি তীর্থযাত্রী অমরনাথ দর্শন করেছেন|
প্রশাসন সূত্রের খবর, কড়া নিরাপত্তা বেষ্টনীতে বৃহস্পতিবার ভোররাত ৩.৩০ মিনিট নাগাদ জম্মু-র ভগবতী নগর যাত্রী নিবাস থেকে ২৩৫টি গাড়িতে চেপে বালতাল এবং পহেলগাঁও বেসক্যাম্পের উদ্দেশ্যে রওনা দিয়েছেন ৫,৫২২ জন তীর্থযাত্রী| ৫,৫২২ জন তীর্থযাত্রীদের মধ্যে ৪,৪৫৬ জন পুরুষ, ৮৭১ জন মহিলা, ৩১টি শিশু ও ১৬৪ জন সাধু-সন্ন্যাসী ছিলেন| এদিকে, অমরনাথ যাত্রাপথে ১২ হাজার ফুট উচ্চতায় শ্বাসকষ্টজনিত কারণে অসুস্থ হয়ে পড়েন ২৫-এরও বেশি পুন্যার্থী| আইটিবিপি জওয়ানরা তাঁদের অক্সিজেন সরবরাহ করেন|