BRAKING NEWS

বিভিন্ন স্থানে নেশা সামগ্রী বাজেয়াপ্ত, ধৃত মহিলা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা/তেলিয়ামুড়া, ২ জুলাই ৷৷ রাজ্যের ফের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বিএসএফ৷ সিপাহিজলা জেলার অধীন মধুপুর থানাধীন কমলাসাগর বিওপি এলাকায় সবজির ব্যাগে করে ইয়াবা ট্যাবলেট পাচার করার সময় বিএসএফ-র হাতে ধরা পড়েছে৷ পাচারকারী পালিয়ে যেতে সক্ষম হয়েছে বলে জানিয়েছেন বিএসএফ-এর ত্রিপুরা ফ্রন্টিয়ারের জনসংযোগ আধিকারিক সঞ্জীব কুমার৷ তিনি আরও জানান, সোনামুড়া থানাধীন এনসিনগর বিওপি এলাকায় সন্দেহভাজন পাচারকারীর বাড়ি থেকেও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বিএসএফ৷


সঞ্জীব কুমার জানান, সীমান্ত এলাকায় টহলদারির সময় কমলাসাগর বিওপি-র জওয়ানদের কাছে কয়েকজনের গতিবিধি সন্দেহজনক বলে মনে হয়েছিল৷ তখন বিএসএফ জওয়ানরা তাদের দাঁড়াতে নির্দেশ দেন৷ কিন্তু, বিএসএফ জওয়ানদের দেখতে পেয়ে তারা সেখান থেকে পালিয়ে যায়৷ সঞ্জীব কুমারের দাবি, এলাকায় তল্লাশি চালিয়ে ১,১৮০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়েছে৷ যার বাজারমূল্য ৫ লক্ষ ৯০ হাজার টাকা৷

ওই ইয়াবা ট্যাবলেটগুলি মধুপুর থানার হাতে তুলে দেওয়া হয়েছে, জানান তিনি৷
এদিকে, গোপন খবরের ভিত্তিতে অভিযানে নেমে সোনামুড়া থানাধীন এনসিনগর বিওপি-র জওয়ানরা রাঙ্গামাটিয়া গ্রামে সন্দেহভাজন পাচারকারী আব্দুল হাসেম (৩৫)-এর বাড়ি থেকে ৩১০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে৷ পুলিশ ও বিএসএফ যৌথ অভিযানে নেমে তার বাড়ির পাশে পুকুর থেকে দুটি ছোট প্যাকেট উদ্ধার করে৷ ওই প্যাকেটের ভিতরে ইয়াবা ট্যাবলেট পাওয়া গিয়েছে৷ সঞ্জীব কুমার জানিয়েছেন, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের বাজারমূল্য ১ লক্ষ ৫৫ হাজার টাকা৷ ওই ইয়াবা ট্যাবলেট সোনামুড়া থানার পুলিশের হাতে তুলে দিয়েছে বিএসএফ, জানান তিনি৷


অন্যদিকে, তেলিয়ামুড়ায় লক্ষাধিক টাকার ব্রাউন সুগার সহ এক মহিলাকে আটক করা হয়েছে৷ ধৃত মহিলার নাম দিপীকা দাস৷ বাড়ি চাকমাঘাটে৷ গোপন সূত্রের ভিত্তিতে শিলচর-আগরতলা ট্রেন থেকে তেলিয়ামুড়া স্টেশনে ওই মহিলাকে আটক করা হয়৷ পুলিশ রেল স্টেশন থেকে মহিলাকে আটক করে৷ তার কাছ থেকে বিস্তর পরিমাণ ব্রাউন সুগার বাজেয়াপ্ত করা হয়৷ জানা গিয়েছে, ওই মহিলা দীর্ঘদিন ধরেই নেশা চোরাচালানের সাথে জড়িত৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *