তেজপুর (অসম), ২ জুলাই (হি.স.) : অবিভক্ত শোণিতপুর জেলায় এখনও জাপানি এনসেফেলাইটিসে কোনও রোগী আক্ৰান্ত হননি। তবে এ-জাতীয় অদ্ভুত জ্বরে ৪১ জন আক্ৰান্ত হয়েছেন। তাদের মধ্যে অনূর্ধ ১৫ বছরের পাঁচ শিশু ও বালকের মৃত্যু হয়েছে৷ এই তথ্য দিয়েছেন শোণিতপুরের যুগ্ম-স্বাস্হ্য অধিকর্তা ডা. কৃষ্ণা কেম্প্ৰাই৷
ডা. কৃষ্ণা কেম্প্রাই আরও জানান, অবিভক্ত শোণিতপুর জেলার অন্তর্গত ঢেকিয়াজুলি ব্লকে জাপানি এনসেফেলাইটিস সদৃশ জ্বরে সাত জন আক্ৰান্ত হয়েছেন৷ সেখানেও তিন শিশুর মৃত্যু হয়েছে এই জ্বরে৷ এছাড়া বিহগুড়ি ব্লকে ১৪, বালিপাড়া ব্লকে পাঁচ, রাঙাপাড়া ব্লকে পাঁচ, উত্তর জামুগুড়ি ব্লকে এক, বিশ্বনাথ ব্লকে তিন, বিহালি ব্লকে দুই এবং গহপুর ব্লকে চারজন আক্ৰান্ত হয়েছেন৷ এর মধ্যে বিহালিতে এক এবং গহপুর ব্লকে এক শিশুর মৃত্যু হয়েছে অজানা জ্বরে আক্ৰান্ত হয়ে৷
তিনি জানান, দীপজ্যোতি নাথ নামের এক শিশুর শরীরে জাপানি এনসেফেলাইটিসের বীজাণু ধরা পড়েছে৷ তাকে গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে৷ ডা. যুগ্ম-স্বাস্হ্য অধিকর্তা ডা. কৃষ্ণা কেম্প্ৰাই আরও জানান, আক্রান্তদের শরীর থেকে রক্তের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করে এনসেফেলাইটিসের জীবাণু পাওয়া যায়নি। তবে এ ধরনের অদ্ভুত কিছু জীবাণুর অবস্থিতি ধরা পড়েছে। তাদের উপযুক্ত ভ্যাকসিন দেওয়া হয়েছে, জানান ডা. কেম্প্রাই।