নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুন৷৷ আদিম জাতি কল্যাণ দফতরের সুপারি গাছের চারা নিয়ে চলছে ব্যাপক দুর্নীতি, উঠেছে অভিযোগ৷ ৩৬ শান্তিরবাজারের বিধায়ক প্রমোদ রিয়াং ও তাঁর কতিপয় সঙ্গী মিলে এই দুর্নীতির পর্দা ফাঁস করেছেন৷
অভিযোগকারীরা বলেছেন, দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজার মহকুমার অন্তর্গত মনপাথর বাজারে রিয়াং জনজাতিদের আদিম জাতি কল্যাণ দফতর প্রেরিত নষ্ট সুপারি গাছের চারা ট্রাক বোঝাই করে নিয়ে যাওয়ার পথে মনপাথর এলাকায় ট্রাকটিকে আটক করেন বিধায়ক ও তাঁর সঙ্গীরা৷ তাঁরা জানান, আদিম জাতি কল্যাণ দফতরের ডেপুটি ডিরেক্টর পারেন্দ্র দেববর্মা কোনও প্রকার টেন্ডার ছাড়াই নিজের খেয়ালখুশি মতো মরে যাওয়া ও খারাপ সুপারি গাছের চারা এনে ত্রিপুরার প্রত্যন্ত এলাকায় সহজ সরল রিয়াং জনজাতি অংশের লোকজনদের মধ্যে বিলি করে তাঁদের ঠকাচ্ছেন৷
এক প্রশ্ণের উত্তরে বিধায়ক বলেন, বীরচন্দ্রমনু আদিম জাতি কল্যাণ দফতরের দায়িত্বপ্রাপ্ত অফিস ইনচার্জ পাইনি মগ নিজের মুখে স্বীকার করেছেন এই সব চারা গাছগুলির গুণগত মান খুবই খারাপ৷
এদিকে গোমতি জেলার অমরপুর এলাকা থেকে মনপাথর বাজারে সুপারির চারা গাছ সংগ্রহ করতে এসে এক সুবিধাভোগী জানান, এই চারা গাছগুলির মান এতই খারাপ যার জন্য বিগত দিনে তাঁরা ১০ হাজার সুপারি গাছের চারা ফিরিয়ে দিয়েছেন৷