মুম্বই, ১ জুলাই (হি.স.) : তৃণমূলের নতুন সাংসদ নুসরত জাহানের দিকে সমর্থন বাড়িয়ে দিল শিব সেনা। সংসদ নুসরত জাহান সিঁদুর পরে শপথ নিলেন কেন, এই প্রশ্ন তুলে নয়া সাংসদের বিরুদ্ধে ফতোয়া জারি করেছে একের পর এক ইমাম। অভিনেত্রীর পাশে দাঁড়িয়েছেন বিজেপি নেতা-নেত্রীরা। এবার এই ইস্যুতে নুসরতকে সমর্থন জানাল শিব সেনা।
শিব সেনা তাদের মুখপত্র ‘সামনা’-তে দেওবন্দের বিরুদ্ধে সরব হয়েছে। তারা উল্লেখ করেছে যে, নুসরতের সেন্টিমেন্টকে সম্মান দেওয়া উচিৎ। নুসরতকে বাংলার মেয়ে বলে বর্ণনা করে শিবসেনার বলেছে যে, কেউ যখন স্বেচ্ছায় বিয়ে করেছেন, তাহলে সেই বিয়ে কীভাবে ইসলাম-বিরোধী হতে পারে। মুখপত্রে লেখা হয়েছে, ”যদি কোনও মুসলিম মহিলা অন্য ধর্মে বিয়ে করে আর মঙ্গলসূত্র কিংবা সিঁদুর পরে, তাহলে তা হারাম। আসলে নুসরতকে নিয়ে জাতীয় স্তরে আলোচনা হচ্ছে, আর সেটা মুসলিম সংগঠনগুলি সহ্য করতে পারছে না।”
শিব সেনার আরও দাবি, এই ধরনের ফতোয়া জারি করে মানুষকে উন্নতির পথে বাধা দেয় ইসলাম। তাঁরা নুসরতের মাথার সিঁদুর-কে ভারতীয় সংস্কৃতির প্রতীক বলে উল্লেখ করেছেন। আর মঙ্গলসূত্র সুরক্ষার প্রতীক বলে দাবি শিব সেনার।
উল্লেখ্য, সিঁথিতে সিঁদুর, হাতে চূড়া ও মেহেনদি পরে লোকসভায় শপথ নিয়েছেন নুসরত জাহান। এই সাজে তৃণমূল সাংসদ এবং অভিনেত্রী নুসরত সংসদে শপথ নেওয়ার পরেই তাঁর বিরুদ্ধে ফতোয়া জারি করেন কয়েকজন মুসলিম ধর্মগুরু এবং কট্টরপন্থীরা।
তিনি লিখেছেন,‘‘ঐক্যবদ্ধ ভারতের প্রতিনিধি৷ যা কিনা সমস্ত জাতি, ধর্মমত এবং ধর্মের ঊর্ধ্বে৷ আমি সমস্ত ধর্মকেই শ্রদ্ধা করি৷ আমি নিজে এখনও একজন মুসলিম৷ আর আমার পরণের জন্য কী আছে, তা নিয়ে কারও কোনও বক্তব্য পেশ করার প্রয়োজন নেই৷’’ বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরি, বাবুল সুপ্রিয়’র পাশাপাশি নুসরতকে সমর্থন করেন সাংসদ লকেট চট্টোপাধ্যায় ও কেন্দ্রীয় নেতা শাহনওয়াজ হুসেন।