BRAKING NEWS

ওসাকায় মোদী-ট্রাম্প দ্বিপাক্ষিক বৈঠক, বাণিজ্য-সহ বিভিন্ন বিষয়ে দুই রাষ্ট্রনেতার মধ্যে আলোচনা

ওসাকা (জাপান), ২৮ জুন (হি.স.): জাপানের ওসাকায় শুক্রবার শুরু হয়েছে জি-২০ সম্মেলন| জি-২০ সম্মেলন শুরু হওয়ার আগে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| ট্রাম্পের সঙ্গে মোদীর দ্বিপাক্ষিক বৈঠকে বাণিজ্য-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে| বিশেষ করে ইরান, ৫জি, দুই দেশের মধ্যে সুদৃঢ় সম্পর্ক এবং প্রতিরক্ষা বিষয়ে আলোচনা হয়েছে| তবে, এস-৪০০ ইস্যুতে কোনও আলোচনা হয়নি মোদী ও ট্রাম্পের মধ্যে|

দ্বিপাক্ষিক বৈঠকের আগেই ট্রাম্প বলেছিলেন, ‘আমি মনে করি, আমরা বিরাট একটা ঘোষণা করতে চলেছি| বিরাট একটা বাণিজ্যিক চুক্তি| বাণিজ্য ও উত্পাদন ক্ষেত্রে ভারতের সঙ্গে আমরা বড় কাজ করছি|’ ট্রাম্পের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ‘এই বৈঠকে চারটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে-ইরান, ৫জি, আমাদের মধ্যে আরও সুদৃঢ় দ্বিপাক্ষিক সম্পর্ক এবং প্রতিরক্ষা সম্পর্ক|’ মোদীর সঙ্গে বৈঠকে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘আমরা এখন খুবই ভালো বন্ধু এবং আমাদের দেশ কখনও কাছাকাছি ছিল না| আমি এখন নিশ্চিতভাবে বলতে পারি, মিলিটারি-সহ বিভিন্ন ক্ষেত্রে আমরা একসঙ্গে কাজ করব|’ ইরান ইসু্যতে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘আমাদের হাতে এখন অনেক সময় রয়েছে, কোনও ব্যস্ততা নেই| সময়ের কোনও চাপ নেই| আমি মনে করি শেষ পর‌্যন্ত সবকিছু ঠিক হয়ে যাবে| যদি সব কিছু ঠিকঠাক হয়, তাহলে তো খুবই ভালো| আর যদি না হয়, তাহলে এ সম্পর্কে শুনতে পারবেন|

এদিনের দ্বিপাক্ষিক বৈঠকে বহু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হলেও, সি-৪০০ ইস্যুতে কোনও আলোচনা হয়নি| ভারত-আমেরিকা দ্বিপাক্ষিক বৈঠক প্রসঙ্গে বিদেশ সচিব বিজয় কেশব গোখলে জানিয়েছেন, ‘এস-৪০০ ইস্যু নিয়ে কোনও আলোচনা হয়নি| ইরান প্রসঙ্গে প্রাথমিক লক্ষ্য স্থির করা হয়েছে, কীভাবে সেখানে স্থিতিশীলতা বজায় রাখা সম্ভব হয়| যেহেতু অস্থিরতা বিভিন্ন ভাবে আমাদের প্রভাবিত করে|’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *