পাটনা, ১৮ জুন (হি.স.) গরমে তীব্র তাপপ্রবাহে বিগত চারদিন বিহারের তিন জেলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮৩। মঙ্গলবার পাটনায় বিপর্যয় মোকাবিলা বিভাগের তরফ থেকে জানানো হয়েছে শনিবার পর্যন্ত গয়ায় গরমে মারা গিয়েছে ৩৫, ঔরঙ্গবাদে ৩৪ এবং নাওদায় ১৪। বিগত দুইদিনে পাটনা, গয়া, ভাগলপুরে তাপপ্রবাহ চলছে।
এদিন পাটনায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪১ ডিগ্রি সেলসিয়াস। গয়ায় এবং ঔরঙ্গাবাদে সর্বোচ্চ তাপমাত্রা ছিল যথাক্রমে ৪১ ডিগ্রি সেলসিয়াস। ভাগলপুরে পারদে কাটা দাঁড়িয়ে রয়েছে ৩৯ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দফতরের তরফ থেকে জানানো হয়েছে স্বাভাবিকের থেকে যখন দুই ধরে তাপমাত্রা ৪.৫ ডিগ্রি বেশি হয় তখন তাপপ্রবাহ ঘোষণা করা হয়। অতিরিক্ত গরমের জন্য সোমবার থেকে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান ছুটির করে দেওয়া হয়েছে। ২২ জুন পর্যন্ত বন্ধ থাকবে। দক্ষিণ বিহারে তিন জেলা গয়া, ঔরঙ্গাবাদ এবং নওদায় সকাল ১১ থেকে বিকেল ৫টা পর্যন্ত সমস্ত বাজার বন্ধ করে দেওয়া হয়েছে।