নিজস্ব প্রতিনিধি, উদয়পুর/ তেলিয়ামুড়া, ১৭ জুন৷৷ বাইক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে জনৈক যুবকের৷ তাকে অর্পণ দাস বলে শনাক্ত করা হয়েছে৷ এ ঘটনায় আহত হয়েছেন বাইকের আরোহী নিহতের ভাই দীপেন দাস৷ ঘটনা সোমবার সকালে সংঘটিত হয়েছে উদয়পুরে৷ নিহত ও আহতদের বাড়ি এলাকারই মির্জায়৷
জানা গেছে, নিহত অর্পণ দাস তার বড় ভাইয়ের সঙ্গে বাইকে করে কোথাও যাচ্ছিলেন৷ কিন্তু উদয়পুরের পালাটানা বাজার এলাকায় গিয়ে দুর্ঘটনার শিকার হয় বাইকটি৷ স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান৷ হাসপাতালে কর্তব্যরত ডাক্তার অর্পণকে মৃত বলে ঘোষণা করে বড় ভাই দীপেনের চিকিৎসা শুরু করেছেন৷

এদিকে ঘটনার খবর যায় পুলিশের কাছে৷ খবর পেয়ে অকুস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত করে হাসপাতালে গিয়ে নিহত অর্পণের মৃতদেহ নিজেদের জিম্মায় নেয় পুলিশ৷ অকুস্থল থেকে মোটর বাইক উদ্ধার করে থানায় নিয়ে গেছে পুলিশ৷ জানা গেছে, মৃত যুবকের সারা শরীরে গুরুতর আঘাত লেগেছিল৷ তার মাথায় আঘাতের দরুনই মৃত্যু হয়েছে বলে ডাক্তারের উদ্ধৃতি দিয়ে জানিয়েছেন তদন্তকারী পুলিশ অফিসার৷ অন্যদিকে অর্পণ ও দীপেন দাসদের গৃহ এলাকা মির্জায় এ ঘটনার খবর পৌঁছলে সর্বত্র শোকের বাতাবরণ সৃষ্টি হয়েছে৷
ট্রাক ও অল্টো গাড়ির মুখোমুখি সংঘর্ষে অল্টো গাড়ির চালক ও এক যাত্রী বরাত জোরে প্রাণে বেঁচে গিয়েছেন৷ সোমবার সকালে ত্রিপুরার বড়মুড়া পাহাড়ে বাঁক নেওয়ার সময় পণ্যবাহী ট্রাকের সাথে অল্টো গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়৷ তাতে, অল্টো গাড়িটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে৷ কিন্তু, প্রাণহানির কোনও ঘটনা ঘটেনি৷
চম্পকনগর থানার ডিউটি অফিসার জানিয়েছেন, আজ সকাল নয়টা নাগাদ বড়মুড়া পাহাড়ে বাঁক নেওয়ার সময় টিআর ০১ জি ২৩১৭ নম্বরের অল্টো গাড়ির সাথে জিজে ০৫ বিজেড ০৫৪৩ নম্বরের পণ্যবাহী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়৷ ট্রাকটি আগরতলা অভিমুখে যাচ্ছিল এবং অল্টো গাড়িটি বিপরীত দিক থেকে আসছিল৷ পুলিশের বক্তব্য, প্রত্যক্ষদর্শীদের কাছ জানতে পেরেছি অল্টো গাড়িটি প্রচণ্ড গতিতে ছিল৷ তাই, বাঁক নেওয়ার নিয়ন্ত্রণ রাখতে পারেনি৷ তবে, ট্রাক চালকের বুদ্ধিমত্তায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে অল্টো গাড়িটি৷ পুলিশ জানিয়েছে, অল্টো গাড়ির চালক এবং একজন যাত্রী আজ অল্পের জন্য প্রাণে বেঁচেছেন৷ তবে, দুটি গাড়িই আটক করেছে পুলিশ৷ পুলিশের কথায়, অল্টো গাড়িটির সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে৷