BRAKING NEWS

ষাটোর্ধ বৃদ্ধের মৃতদেহ উদ্ধার জোলাইবাড়িতে

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১৬, জুন৷৷ দক্ষিণ ত্রিপুরা জেলার জোলাই বাড়ির পশ্চিম পিলাকের সাহা পাথর এলাকায় রবিবার সকালে রাস্তা পাশে জঙ্গল থেকে এক উপজাতি বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷ মৃতের নাম বন্যকুমার ত্রিপুরা৷ মৃত দেহটি পরে থাকতে দেখে স্থানীয় লোকজনরা জোলাইবাড়ি থানায় খবর দেন৷

খবর পেয়ে জোলাইবাড়ি থানার ওসি গৌতম জমাতিয়া এবং এসডিপিও নির্দেশ দেব ঘটনাস্থলে ছুটে আসেন৷ সেখান থেকে বৃদ্ধের মৃতদেহটি উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়৷ প্রাথমিকভাবে আশঙ্কা করা হচ্ছে হাটতে গিয়েই রাস্তার পাশে পরে গিয়ে তার মৃত্যু হয়েছে৷ তবে ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পরই এবিষয়ে নিশ্চিত হওয়া যবে বলে পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *