BRAKING NEWS

নাবালিকাকে লাগাতর ধর্ষণ, গ্রেপ্তার দাদুর বয়সী প্রতিবেশী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জুন৷৷ আবারো শিশুকন্যা ধর্ষণকান্ডে উত্তপ্ত কদমতলা৷ দাদুর বয়সী ব্যক্তির দ্বারা লাগাতর ধর্ষিতা হতে হয়েছে নাতনিকে৷ ঘটনা কদমতলা থানাধীন রাজনগর পঞ্চায়েতের ৪ নং ওয়ার্ডে৷


ধর্ষিতা মেয়েটির জবানবন্দিতে জানা যায়, গত তিন- চার দিন ধরে তাকে ভয় দেখিয়ে লাগাতার ধর্ষণ করে আসছিল গুণধর ওই দাদু আব্দুল জলিল (৫৪) পিতা আনচান আলী৷ তার বাড়ি কালা গাঙ্গের পার গ্রাম পঞ্চায়েতের ৪ নং ওয়ার্ডে৷ অবশেষে গতকাল একই ঘটনার পুনরাবৃত্তি করতে পাশের জঙ্গলে যায় দাদু আব্দুল জলিল৷ কিন্তু ঘটনার পর নাবালিকা শিশুটির পরিবারের লোকজনদের কাছে সব খুলে বলে৷ আর তারপরেই চরম উত্তেজনার বিরাজ করে কালাগাঙ্গেরপার এলাকায়৷ ধর্ষিতার পিতা সহ এলাকাবাসীরা প্রথমে তাকে উত্তম-মধ্যম দিতে জড়ো হলেও সে পালিয়ে যায়৷ তারপর ঘটনা জানানো হয় কদমতলা থানায়৷ সঙ্গে সঙ্গে পুলিশ বাহিনী ঘটনাস্থলে ছুটে যায় এবং নাবালিকা শিশুটিকে হাসপাতালে নিয়ে আসে৷ তাকে প্রাথমিকভাবে শারীরিক পরীক্ষা করার পর সত্যতা প্রমাণ হয়৷


এদিকে ঘটনার উত্তেজনাকে নিয়ন্ত্রণে আনতে সঙ্গে সঙ্গেই দর্শক নরপাষন্ডকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়৷ আগামীকাল তাকে ধর্মনগর আদালতে সোপর্দ করা হবে৷তার বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করছে কদমতলা থানার পুলিশ৷৩১/১৯ নম্বরের মামলায় ভারতীয় দণ্ডবিধির ৩৭৬(২)(১) ধারায় মামলা হাতে নেওয়া হয়েছে৷ কদমতলা থানার ওসি দেবজিত চ্যাটার্জির তৎপরতায় দর্শককে ঘণ্টাখানেকের মধ্যেই পাকড়াও করতে অনেকটা শান্তি ফিরে আসে সংখ্যালঘু কালা গাঙ্গের পাড় এলাকায়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *