BRAKING NEWS

মুখ্যমন্ত্রী হুমকি : ইস্তফা দিলেন সাগরদত্ত মেডিক্যাল কলেজের ১১ জন চিকিৎসক

কলকাতা, ১৩ জুন (হি.স.) : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হুমকির পর ডাক্তারদের গনইস্তফা দিলেন সাগরদত্ত মেডিক্যাল কলেজের ১১ জন চিকিৎসক | বৃহস্পতিবার বিভাগীয় প্রধানের কাছে এই ইস্তফা পত্র জমা দেন তাঁরা | 


কাজে যোগ না দিলে জুনিয়ার ডাক্তারদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া   হুমকি দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়| পাল্টা মুখ্যমন্ত্রীর উপর চাপ বাড়িয়ে গনইস্তফা চিকিৎসদের । এখনও পর্যন্ত  সাগরদত্ত মেডিক্যাল কলেজের ১১ জন চিকিৎসক ইস্তফা দিয়েছেন । যাদের মধ্যে মেডিসিন বিভাগের একাধিক ডাক্তার রয়েছেন বলে জানা গিয়েছে। কাজের পরিবেশ নেই। আর এই দাবিতে গনইস্তফার পথে ডাক্তাররা। নিজেদের বিভাগীয় প্রধানদের কাছে ডাক্তাররা তাঁদের ইস্তফা পাঠিয়ে দিয়েছেন। হাসপাতালের আরও বেশ কয়েকটি ইউনিট থেকেও সিনিয়র ডাক্তাররা গনইস্তফা দেবে বলেও ইতিমধ্যে হুঁশিয়ারি দিয়েছেন। সিনিয়রদের পথেই জুনিয়র ডাক্তাররাও ইস্তফা দিতে পারে বলে জানা যাচ্ছে। অন্যদিকে, এনআরএস হাসপাতালেও গনইস্তফার হুঁশিয়ারি দিয়েছেন ডাক্তাররা।

প্রায় ৭০ জন হাউস স্টাফ সহ বেশ কয়েকজন ডাক্তার গণইস্তফা দেবেন যে কোনও মুহূর্তে। ফলে কার্যত ডাক্তার শূন্য হতে চলেছে বেশ কয়েকটি সরকারি হাসপাতাল। ফলে শিকেয় উঠতে চলেছে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা।
উল্লেখই, গত সোমবার নীলরতন সরকার হাসপাতালে ডাক্তারদের নিগ্রহের ঘটনার প্রতিবাদে গত দু’দিন ধরে কর্মবিরতিতে রাজ্যের জুনিয়র ডাক্তাররা। বৃহস্পতিবার দুপুর ১২টা নাগাদ এসএসকেএম হাসপাতালে পৌঁছন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসএসকেএমে এসে ডাক্তারদের কড়া বার্তা শোনালেন মুখ্যমন্ত্রী। স্পষ্ট ভাষায় বলেন, যে ডাক্তাররা মার খেয়েছেন সেটা ঠিক নয়৷ কিন্তু রোগীদের পরিষেবা দিতে হবে। পরিষেবা না দিলে ডাক্তার হওয়া যায় না।

কয়েকজন নাটক করছে। চার ঘন্টার মধ্যে কাজ শুরু না করলে হস্টেল খালি করে দিন। যারা কাজ করবে না তাদের সঙ্গে নেই সরকার। এখানেও বহিরাগতরা এসে গন্ডোগোল পাকানোর চেষ্টা করছে। যত নেতা আছেন ধর্ণায় আসুন। কাজে যোগ না দিলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে, বলেও হুশিয়ারি দেন মমতা। 


মুখ্যমন্ত্রীর এই হুশিয়ারীর প্রতিবাদেই এদিন গর্জে ওঠে জুনিয়ার চিকিত্সকরা | এদিন চিকিত্সকদের আন্দোলনরত যৌথ কমিটি জানায়, “আন্দোলন যেমন চলছে, তেমন চলবে । জোর করে আন্দোলন তোলা যাবে না । আমরা কেউ সরকারের কাছে দায়বদ্ধ নই । সরকার এসমা জারি করার আগেই আমরা গণ ইস্তফা দেব । আর ডাক্তাররা চলে গেলে পরিষেবার দায়িত্ব রাজ্যের । এই দায় ডাক্তারদের নয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *