BRAKING NEWS

নেশা কারবারীদের দৌরাত্মে অতিষ্ঠ প্রমিলাদের বোধজংনগর থানায় বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুন৷৷ রাজধানী আগরতলা শহর সংলগ্ণ বোধজং নগর থানা এলাকার আর কে নগর ও ডি সি পাড়া পঞ্চায়েত এলাকায় মাতাল দৌরাত্ম্য চরম আকার ধারন করেছে৷ মাতাল দৌড়াতে ঐ এলাকায় বসবাস করা সাধারণ নাগরিকদের পক্ষে কষ্টকর হয়ে উঠেছে৷ পুলিশ নিষ্ক্রীয়৷ এরই প্রতিবাদে এলাকার মহিলারা বোধজং নগর থানায় প্রতিবাদ বিক্ষোভ এবং গণসাক্ষর সম্বলিত স্মারক লিপি প্রদান করেছেন৷

বোধজংনগর থানা এলাকার আর কে নগর পঞ্চায়েত ও ডি সি পাড়া পঞ্চায়েত এলাকায় মাতার দৌরাত্ম তীব্র থেকে তীব্রতর আকার ধারণ করেছে৷ গত ২৫ মে নেশাকারবারীদের মধ্যে আভ্যন্তরীন কুন্দলের জেরে এক নেশা কারবারী খুন হয়েছিল৷ তার নাম শিবু দাস৷ তারপরও এলাকায় নেশা কারবারী ও নেশাখোরদের দৌরাত্ম বিন্দুমাত্রও কমেনি৷ এলাকার সাধারণ মানুষ এসবের প্রতিবাদ জানিয়ে কোন প্রতিকার পাচ্ছেন না৷ উপরন্তু যারা প্রতিবাদ জানাচ্ছেন তাদেরকে অকথ্য ভাষায় গালাগাল এমনকি প্রাণ নাশের হুমকি দিচ্ছে ঐসব নেশা কারবারীরা৷ এমনকী গত ২৫মে হত্যাকাণ্ডে বেশ কয়েকজনকে মিথ্যা মামলায় জড়িয়ে দিয়ে হয়রানি করা হচ্ছে৷ এলাকায় নেশা কারবারী ও নেশাখোরদের দৌরাত্ম কমাতে বহুবার বোধজং নগর থানার পুলিশের কাছে দাবি জানিয়েছেন এলাকাবাসী৷ কিন্তু পুলিশ কার্যকরী কোন ভূমিকা পালন করছেনা বলে অভিযোগ৷ এরই প্রতিবাদে মঙ্গলবার ডি সি পাড়া এবং আর কে নগর গাঁওসভার মহিলারা ঐক্যবদ্ধভাবে থানায় ডেপুটেশন ও স্মারক লিপি প্রদান করেছেন৷ নির্র্দেশীদের উপর থেকে মিথ্যা মামলা প্রত্যাহার করার জন্য তারা দাবি জানিয়েছেন৷ পুলিশ নাকি তাদেরকে বলেছে নিজেদের নামে যেসব মামলা হয়েছে সেগুলির কিনারা হোক৷ তারপরই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেতে পারে বলে পুলিশের বক্তব্য৷ পুলিশের এহেন বক্তব্যে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এলাকার মহিলারা৷

অবিলম্বে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোক আইনি ব্যবস্থা গ্রহণ করা না হলে প্রমীলা বাহিনী এলাকায় শান্তির পরিবেশ বজায় রাখার তাগিদে বৃহত্তর আন্দোলনে শামিল হবেন বলে হুশিয়ারি দিয়েছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *