নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন ৷৷ ভারতীয় কৃষ্টি ও সংস্কারকে বিজ্ঞান সম্মত বলে আখ্যায়িত করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ রবিবার আগরতলায় শ্রীশ্রী রাধামাধব জিউ সেবা পরিচালনা সমিতির নয়া কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠানে ধর্মীয় আলোচনাসভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী এই অভিমত ব্যক্ত করেন৷

মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, ভারতীয় রীতিনীতি, কৃষ্টি ও আচার আচরণ খুবই সমৃদ্ধ৷ আদি অনন্তকাল ধরেই এ ধারা চলে আসছে৷ ভারতবর্ষে নানাধর্ম, নানা ভাষা, নানা বর্ণের মানুষ বসবাস করেন৷ তাদের নানা রীতিনীতি, ধর্মীয় আচার অনুষ্ঠান রয়েছে৷ সবগুলিই বিজ্ঞান সম্মত৷ ভারতীয় রীতিনীতি কুসংস্কার নয় তিনি বলেন, যারা সংস্কার মানেন না তারা বিচ্ছিন্নতার পরিচারক৷ যার মধ্যে সংস্কার থাকে তিনিই সুশাসন করতে পারেন৷ এ প্রসঙ্গে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেশভক্তি ও দেশপ্রেম তুলে ধরেন৷ ভারতীয় কৃষ্টি সংস্থাটির পৃষ্টপোষক হওয়াতেই দেশ সঠিক পথে পরিচালিত হচ্ছে৷ মানব সভ্যতা টিকে আছে৷ যারা এসব ধবংস করে দিতে চায় তাদের দেশবাসী ক্ষমা করবেন না৷
মুখ্যমন্ত্রী বলেন, অখিলেশ যাদব ও মায়াবতী জাতপাতের রাজনীতি করতে গিয়েই শোচনীয়ভাবে পরাজিত হয়েছেন৷
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে কেউ আঙুল তুলতে পারবেন না বলেও তিনি উল্লেখ করেন৷ বিগত জাতীয় নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে কেউ অসন্তুষ্টি ব্যক্ত করতে পারেননি৷ রাজনীতিতে এটি এক নতুন অধ্যায় বলেও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী৷ জনগণের বিশ্বাস অর্জন করতে পারাতেই তা সম্ভব হয়েছে৷ বিপুল জয় সম্ভব হয়েছে৷ এবারের নির্বাচনে জনগণকে আগাম কোন প্রতিশ্রুতি না দেওয়া সত্ত্বেও জনগণ প্রধানমন্ত্রীর পুনরায় নরেন্দ্র মোদির হাতে তুলে দিয়েছিল৷
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বৈষ্ণব মন্ডলির পক্ষ থেকে কিছু দাবিসনদ পেশ করা হয়৷ মুখ্যমন্ত্রী এসব দাবি পূরণের যথাসাধ্য চেষ্টা করবেন বলে আশ্বস্ত করেছেন৷